East Bengal: ইস্টবেঙ্গল বাতিল দুই ফুটবলার নজর কেড়েছিলে এবারের আইএসএলে

ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। বিদেশি ফুটবলারদের পরিবর্তে ভারতীয় খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছিলেন মুম্বই সিটি এফসি দলের হেড কোচ পিটার ক্র্যাটকি। দলের এই…

Rahul Bheke, Mehtab Singh

ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি। বিদেশি ফুটবলারদের পরিবর্তে ভারতীয় খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছিলেন মুম্বই সিটি এফসি দলের হেড কোচ পিটার ক্র্যাটকি। দলের এই সাফল্যের পিছনে অবদান রেখেছেন একাধিক ভারতীয় ফটুবলার। যার মধ্যে দু’জন ফুটবলার অতীতে খেলেছেন ইস্টবেঙ্গল (East Bengal)ক্লাবের হয়ে।

রাহুল ভেকে
মুম্বই সিটি এফসি অধিনায়ক আইল্যান্ডারদের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দলকে আটটি ক্লিনশিট রাখতে সাহায্য করেছিলেন রাহুল ভেকে। ২১টি সফল ট্যাকল, ২৫টি ইন্টারসেপশন, ৭৪টি ডুয়েল জিতেছেন এবং ৪৮টি গুরুত্বপূর্ণ ক্লিয়ারেন্স করেছিলেন। পিছন থেকে আক্রমণ তুলে নিয়ে আসার ক্ষেত্রে রাহুলের ভূমিকা অনস্বীকার্য। ইস্টবেঙ্গলের হয়ে অতীতে প্রায় চল্লিশটি ম্যাচ খেলেছেন তিনি। ইস্টবেঙ্গল থেকেই লোনে ইন্ডিয়ান সুপার লিগে খেলা শুরু করেছিলেন।

   

মেহতাব সিং
উইং ব্যাক পজিশনে মুম্বই সিটি এফসিকে নির্ভরতা যুগিয়েছেন মেহতাব সিং। ১৫ টি ট্যাকল এবং ৮৭ টি ডুয়েলে সফল হয়েছিলেন তিনি।আইএসএল ২০২৩-২৪ মরসুমে ২৩ টি উপস্থিতিতে দলকে তিনটি ক্লিন শিট বজায় রাখতে সহায়তা করেছেন। ২৩ টি ইন্টারসেপশন, ৯ টি ব্লক এবং ৬১ টি ক্লিয়ারেন্স রয়েছে তাঁর নামের পাশে। ৮১% পাসিংয়ের ক্ষেত্রে মুন্সিয়ানা দেখিয়েছেন মেহতাব। ২০১৬-২০ মরসুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন মেহতাব সিং।