Roy Krishna: রয় কৃষ্ণা ফিরবেন কলকাতায়? জানুন বিস্তারিত

কিছু দিন আগেও মনে করা হচ্ছিল এটাই হয়তো রয় কৃষ্ণার (Roy Krishna) শেষ ইন্ডিয়ান সুপার লিগ মরসুম। এখন পরিস্থিতি অনেকটা বদলেছে। কৃষ্ণা নিজে এখনো ভারতীয়…

roy krishna

কিছু দিন আগেও মনে করা হচ্ছিল এটাই হয়তো রয় কৃষ্ণার (Roy Krishna) শেষ ইন্ডিয়ান সুপার লিগ মরসুম। এখন পরিস্থিতি অনেকটা বদলেছে। কৃষ্ণা নিজে এখনো ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন। ভারতের একাধিক ক্লাবও চাইছে ফিজিয়ান গোলমেশিনের সার্ভিস।

Advertisements

রয় কৃষ্ণার সঙ্গে ছিন্ন হতে পারে ওডিশা এফসির সম্পর্ক। তারপর? এই প্রশ্ন নিয়েই শুরু হয়েছিল তুমুল আলোচনা। এক সাক্ষাৎকারে কৃষ্ণা স্পষ্ট জানিয়েছিলেন, ভারতীয় ফুটবলকে দেওয়ার মতো এখনো অনেক রসদ তাঁর মধ্যে রয়েছে।

   

কৃষ্ণার মধ্যে রসদ, গোলের করার ইচ্ছা এখনো যে পুরো দমে রয়েছে সেটা চলতি মরসুমের পারফরম্যান্স থেকেই স্পষ্ট। একাধিক নামকরা বিদেশী স্ট্রাইকার বা ফরোয়ার্ডদের মধ্যে তিনি নিজেকে প্রমাণ করেছেন আরো একবার। ১৩ গোল করে গোল্ডেন বুট পাওয়ার প্রবল দাবিদার হয়ে উঠেছেন।

Advertisements

দল বদল সংক্রান্ত জল্পনা অনুযায়ী, নতুন কোনো ভারতীয় ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না. ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাব রয় কৃষ্ণাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী।  কলকাতার কোনও ক্লাবে কি ফিরতে পারেন তিনি?

এটিকের হাত ধরে ভারতীয় ফুটবলে প্রবেশ করেছিলেন রয় কৃষ্ণা। লাল সাদা জার্সিতে গোলের বন্যা বইয়ে দেওয়ার পর দিয়েছিলেন সুপার লিগের অন্য ক্লাবে। খেলেছেন বেঙ্গালুরু এফসি, ওডিশা এফসির হয়ে। কৃষ্ণা নিজেও কলকাতার কথা ভোলেননি।  তবে কলকাতার কোনও ক্লাবে যুক্ত হবেন কি না সে ব্যাপারে জোর দিয়ে বলার সময় আসেনি। তবে তিনি ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত থাকতে চলেছেন, এই সম্ভাবনা এখন বেশ জোরালো।