ISL Final: কয়েক ঘন্টার মধ্যে শেষ মোহনবাগানের ফাইনাল ম্যাচের টিকিট

মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনাল (ISL Final) খেলবে। ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা চরমে। বুক মাই শো থেকে অনলাইনে শুরু হয়েছিল টিকিট বিক্রির প্রক্রিয়া। নূন্যতম ১৫০ টাকা…

Mohun Bagan ISL Final Tickets Sell Out on BookMyShow Within Hours

মোহনবাগান সুপার জায়ান্ট ফাইনাল (ISL Final) খেলবে। ফুটবল প্রেমীদের মধ্যে উত্তেজনা চরমে। বুক মাই শো থেকে অনলাইনে শুরু হয়েছিল টিকিট বিক্রির প্রক্রিয়া। নূন্যতম ১৫০ টাকা দামের টিকিটও রাখা হয়েছিল। সব শেষ, সোল্ড আউট।

মোহনবাগান সুপার জায়ান্টের সামনে ত্রিমুকুট জেতার সুযোগ এসেছে, মুম্বই সিটি এফসিকে হারাতে পারলেই হাতের মুঠোয় চলে আসবে এবারের ইন্ডিয়ান সুপার লীগ কাপ। আগে এসেছে ডুরান্ড কাপ, লীগ শিল্ড। মুম্বই সিটি এফসিকে হারিয়েই এসেছিল লীগ শিল্ড।

   

মঙ্গলবার অনলাইন মাধ্যমে শুরু হয়েছিল টিকিট বিক্রির প্রক্রিয়া। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ভারতীয় ফুটবল প্রেমীদের আগ্রহ এমনিতেই চরমে উঠেছিল। টিকিট বিক্রি শুরুর খবর প্রকাশ্যে আসার পরেই উৎসাহীরা বুক মাই শো ভিজিট করতে শুরু করেন। কয়েক ঘন্টার মধ্যে অনলাইন মাধ্যমে ছাড়া টিকিট নিঃশেষ। এখন ওয়েব সাইট খুলে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ ইভেন্টে ক্লিক করলেই সোল্ড আউট লেখা দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখনও টিকিটের সন্ধানে রয়েছেন বহু মানুষ। ফ্যান পেজ, গ্ৰুপে গ্ৰুপে জিজ্ঞাসা করা হচ্ছে টিকিটের ব্যাপারে।

লীগ শিল্ড জয়ের নির্ণায়ক ম্যাচ হোক কিংবা সেমিফাইনালে দ্বিতীয় লীগের ম্যাচ, সবুজ মেরুন ফুটবলারদের নিরাশ করেননি দর্শকরা। গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। আগামী ৪ মে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসির ফাইনাল ম্যাচ। এদিনও যুবভারতী ক্রীড়াঙ্গনে থাকতে পারেন প্রায় ষাট হাজার দর্শক। প্রচুর দর্শক সমাগম হবে এটা অনুমান করেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন দুই দলের ফুটবলাররা।