রোগীর ছদ্দবেশ ধরে এসে ডাক্তার দেখানোর নাম করে ডাক্তার দম্পতিকে গলা কেটে খুন করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চেন্নাইয়ের আভাদি এলাকার সেকেন্ড ক্রস স্ট্রিট, মিত্তানামাল্লি গান্ধি মেইন রোডে। রবিবার রাতের এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই খুনের ঘটনা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। খুনের মোটিভ কী, তা এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। কেনইবা এইরকম নৃশংস ভাবে খুন হতে হলো ওই ডাক্তার দম্পতিকে তাই নিয়েও দানা বেঁধেছে প্রচুর প্রশ্ন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে মৃতরা হলেন চিকিৎসক শিব নায়ার ও তাঁর স্ত্রী প্রসন্ন কুমারী। মৃত শিব নায়ার সেনা বাহিনীর অবসর প্রাপ্ত চিকিৎসক ৷ তাঁর স্ত্রী একটি স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষিকা ৷ তাঁরা আদতে কেরলের বাসিন্দা হলে, দীর্ঘদিন ধরেই চেন্নাইয়ে থাকেন ৷ তাঁরা বাড়িতেই একটি ক্লিনিক চালাতেন বলে জানা যাচ্ছে। সেই ক্লিনিকেই গতকাল রাতে রোগী দেখার নাম করে কয়েকজন দুষ্কৃতী সেখানে হানা দেয়। তারপরেই তাঁদের ওপরে হামলা চালানো হয়। ছুরি দিয়ে দু’জনের গলা কেটে হত্যা করা হয়।
সংবাদ সূত্রে আরও জানা গিয়েছে যে, তাদের এক পুত্র চিকিৎসক ৷ এক মেয়ে বিদেশে কর্মরত ৷ তাঁদেরকে খবর দেওয়া হয়েছে। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরোনো শত্রুতা নাকি অন্য কোনও কারণ খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের ধরতে পুলিশ কুকুরের সহায়তা নেওয়া হচ্ছে ৷ ফরেনসিক বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করছেন তদন্তের জন্য ৷