লোকসভা ভোটের মুখে স্বস্তি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভগবানের নামে ভোট চাওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ করার আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।
আবেদনকারী অ্যাডভোকেট আনন্দ এস জোন্ডালে তার যুক্তির সমর্থনে একটি অতিরিক্ত হলফনামাও দাখিল করেছিলেন। আবেদনকারী গত ৯ এপ্রিল উত্তরপ্রদেশের পিলিভিটে প্রধানমন্ত্রী মোদীর ভাষণের উল্লেখ করেছিলেন। পিটিশনে বলা হয়েছে, ভাষণের সময় প্রধানমন্ত্রী মোদী ভোটারদের কাছে হিন্দু দেবদেবী এবং হিন্দুদের উপাসনালয়ের পাশাপাশি শিখ দেবদেবী এবং শিখদের উপাসনালয়ের নামে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আবেদন খারিজ করে আদালত বলেছে, আবেদনটি পুরোপুরি ভুল এবং আদালত নির্বাচন কমিশনকে কোনও অভিযোগের বিষয়ে বিশেষ মতামত নেওয়ার নির্দেশ দিতে পারে না।
চলতি লোকসভা ভোটকে পাখির চোখ করে প্রচারপর্বে কোনওরকম খামতি রাখছেন না মোদী। সোমবার তিনি কর্ণাটকে উপস্থিত হয়ে একটি জনসভায় ভাষণ দেন। নিজের ভাষণে কংগ্রেসকেও নিশানা করেন মোদী। কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, ‘কংগ্রেস কর্নাটককেও লুঠের এটিএম বানিয়ে ফেলেছে।’ প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ১৯ ও ২৬ এপ্রিল দুই দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এরপর আগামী ৭ মে তৃতীয় দফার ভোটগ্রহণ। ভোট গণনা হবে ৪ জুন।
Delhi HC dismisses a plea seeking direction to ECI to disqualify Prime Minister Narendra Modi for allegedly seeking votes for BJP in the name of religious deities and places of worship for ongoing Lok Sabha elections.
While dismissing the plea, the court said the petition is… pic.twitter.com/xkZofoS2aQ
— ANI (@ANI) April 29, 2024