আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই স্পষ্ট হয়ে যাবে শেষ রাতে কে দেবে ওস্তাদের মার। মোহনবাগান সুপার জায়ান্ট নাকি ওড়িশা এফসি (Odisha FC vs Mohun Bagan)। আবারও গর্জে ওঠার জন্য তৈরি যুবভারতী।
মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে শনিবার জানিয়ে দেওয়া হয়েছিল টিকিট ‘Sold Out’। দর্শকদের জন্য যে টিকিট ছাড়া হয়েছিল তার সবই বিক্রি হয়ে গিয়েছে। প্রিয় দলের খেলা দেখার জন্য আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকতে পারেন প্রায় ষাট হাজার মোহনবাগান সমর্থক।
ওড়িশা এফসির বিরুদ্ধে ১-২ গোলে পরাজিত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান গোল করে এগিয়ে গিয়েছিল ম্যাচে। গোল করেছিলেন মনভীর। রবিবার সন্ধ্যায় ওড়িশা এফসির বিরুদ্ধে দ্বিতীয় লেগের সেমিফাইনালে মাঠে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা। কিক অফ হবে সন্ধ্যা সাড়ে ৭ টায়। গ্যালারিতে মোহনবাগান সমর্থকদের ভিড় উপচে পড়বে বলে আশা করা হচ্ছে। সমবেত সমর্থকরা গলা ফাটালে বাড়তি উৎসাহ পাবেন ফুটবলাররা।
SOLD OUT! 🤩
A full house for tomorrow’s clash, let’s do this! 💪💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/hBbAlUKn2N
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 27, 2024
লিগ শিল্ড জয়ের ক্ষেত্রেও মরণ বাঁচন পরিস্থিতির মুখে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বইকে না হারালে লিগ শিল্ড জিততে পারতো না বাগান। সবুজ মেরুন ব্রিগেডের কাছে এই ম্যাচ ছিল ‘ফাইনাল’। মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটির এফসির মধ্যেকার এই ম্যাচ দেখার জন্য যুবভারতীর গ্যালারিতে বাগান সমর্থকদের উপস্থিতি ছিল দেখার মতো। আজ সন্ধ্যাতেও অনুরূপ ছবি ধরা পড়বে বলে আশা করা যেতে পারে।