Congress: ভোট বাজারে পদত্যাগ প্রদেশ কংগ্রেস সভাপতির

তৃতীয় দফার লোকসভা ভোটের কয়েকদিন বাকি থাকতেই এবার রাম ধাক্কা খেল কংগ্রেস (Congress)। এবার দল থেকে ইস্তফা দিলেন সভাপতি। জানা গিয়েছে, দিল্লি কংগ্রেস সভাপতির পদ…

তৃতীয় দফার লোকসভা ভোটের কয়েকদিন বাকি থাকতেই এবার রাম ধাক্কা খেল কংগ্রেস (Congress)। এবার দল থেকে ইস্তফা দিলেন সভাপতি।

জানা গিয়েছে, দিল্লি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দর সিং লাভলি (Arvinder Singh Lovely)। নিজের ইস্তফা দেওয়ার পেছনে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোটকে দায়ি করেছেন অরবিন্দর। নিজের ইস্তফাপত্রে তিনি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই চিঠি লিখছি। দলে নিজেকে সম্পূর্ণ অসহায় মনে হচ্ছে। তাই আমি আর দিল্লির সভাপতি হিসেবে থাকতে পারছি না। দিল্লি কংগ্রেসের প্রবীণ নেতাদের সমস্ত সর্বসম্মত সিদ্ধান্ত একতরফাভাবে দিল্লির ইনচার্জ দীপক বাবারিয়া আটকে দিয়েছেন। আমাকে দিল্লির প্রধান করার পর থেকে কাউকে সিনিয়র পদে নিয়োগ করার অনুমতি দেওয়া হয়নি। আমি একজন অভিজ্ঞ নেতাকে মিডিয়া ইনচার্জ হিসেবে নিয়োগের জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু দিল্লির ইনচার্জ তা প্রত্যাখ্যান করেছিলেন।’

   

লাভলি আরও লেখেন, “দিল্লি কংগ্রেস ইউনিট এমন একটি দলের সাথে জোট করেছে যা কংগ্রেস পার্টির বিরুদ্ধে মিথ্যা,এবং বিদ্বেষপূর্ণ দুর্নীতির অভিযোগ আনার একমাত্র ভিত্তিতে গঠিত হয়েছিল। এরপরেও দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে দল।”