শুক্রবার লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে ১৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৮৮ টি নির্বাচনী কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর আগে এই পর্বে ৮৯টি আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বহুজন সমাজ পার্টির একজন প্রার্থীর মৃত্যুর পর মধ্যপ্রদেশের বেতুলে ভোটগ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ বাংলায় তিন কেন্দ্রে ভোটগ্রহণ। রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত মোটের ওপর শান্তিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুর তিনটে পর্যন্ত দার্জিলিং কেন্দ্রে ভোট পড়েছে ৬১.৯৭ শতাংশ। রায়গঞ্জ কেন্দ্রে ভোটদানের হার ৬০.০২ শতাংশ। অন্যদিকে বালুরঘাটে ভোটদানের হার ৫৯.৫৩ শতাংশ। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে সারা দেশে দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ৫০.৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরাতে। কমিশনের তথ্য অনুযায়ী, এই রাজ্যে ভোটদানের হার ৬৮.৯ শতাংশ। আর সবচেয়ে কম উত্তরপ্রদেশে। দুপুর ৩টে পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৪৪.১ শতাংশ।
প্রসঙ্গত বিকেল পাঁচটা অবধি ভোট গ্রহণ চলবে। দেখার বিষয় ভোট শেষ হওয়া পর্যন্ত এই পরিসংখ্যান কোথায় গিয়ে দাঁড়ায়। ইতিমধ্যেই কমিশনে ৪১১টি অভিযোগ জমা পড়ার কথা জানা গিয়েছে। এই তীব্র গরমের মধ্যে এই ভোটদানের হার বেশ নজরকাড়া।