এই গরমে রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। তার মধ্যে তাপপ্রবাহের চরম সতর্কবাতা দিয়েছে হাওয়া অফিস। প্রবল গরমের মধ্যে দরকার না হলে বাইরে বেরোতে নিষেধ করেছে হাওয়া অফিস। সকাল ১১ থেকে বিকেল ৩টে প্রয়োজন ছাড়া শিশু এবং বয়স্কদের বাইরে বেরনোতে লাল সিগন্যাল রয়েছে এই মরশুমে। কিন্তু সোনারপুরে ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা। এই রোদে বাড়ির ছাদে রিলস বানাতে গিয়ে মৃত্যু হলো এক কিশোরীর।
ঘটনাটি ঘটেছে সোনারপুরের রাধাগোবিন্দ পল্লীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিশোরীর নাম আলপনা মণ্ডল। মেয়েটির বয়স তেরো বছর। এই প্রখর রোদের মধ্যে ছাদে রিলস বানাতে গিয়েছিল মেয়েটি। কিন্তু রিলস বানাতে গিয়ে হঠাৎ মেয়েটি অসুস্থ বোধ করে। প্রচণ্ড ঘাম শুরু হয় মেয়েটির। মাথা ঘুরতে থাকে। বমি বমি ভাব আসে। তারপরেই অচৈতন্য হয়ে পড়ে মেয়েটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে আলপনার বাবা ও মা কাজে চলে যায়। বাড়িতে একাই ছিল সে। বুধবার দুপুর ৩টা নাগাদ সে তার এক বান্ধবীর সঙ্গে রিলস বানাতে যায় এই রোদের মধ্যে। তারপরেই এই দুর্ঘটনা ঘটে। মৃত কিশোরীর ওই বান্ধবীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রথামিক তদন্তে অনুমান প্রচণ্ড রোদের মধ্যে হিট স্ট্রোকেই তাঁর মৃত্যু হয়েছে। অচৈতন্য হয়ে পড়ে যাওয়ার পড়ে মেয়েটিকে সুভাষগ্রামের হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।