W, W, W… KKR বাতিল বোলার পরপর তুলে নিলেন উইকেট

কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রাক্তন বোলার পরপর তুলে নিলেন উইকেট। দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে অন্য মেজাজে পাওয়া গেল সন্দীপ ওয়ারিরকে। বুধবার সন্ধ্যায় গুজরাট…

Sandeep Warrier

কলকাতা নাইট রাইডার্সের (KKR) প্রাক্তন বোলার পরপর তুলে নিলেন উইকেট। দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচে অন্য মেজাজে পাওয়া গেল সন্দীপ ওয়ারিরকে। বুধবার সন্ধ্যায় গুজরাট টাইটান্সের হয়ে সেরা বল করেছেন তিনি।

গুজরাট টাইটান্সের হয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন সন্দীপ ওয়ারির। দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনারকেই প্যাভিলিয়নে যাওয়ার পথ দেখিয়েছিলেন। ফ্রেসার ম্যাকগার্ক ও পৃথ্বী শ-এর উইকেট নিয়েছেন। মিডল ওভারে শাই হোপকেও তাড়াতাড়ি সাজঘরে পাঠিয়ে দিয়েছিলেন সন্দীপ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সন্দীপ। ২০১৯-২১ মরসুম পর্যন্ত ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ২০১৯ সালের আইপিএল-এ ৩ ম্যাচে ৭২ বল করে দিয়েছিলেন ৮৫ রান। নিয়েছিলেন মাত্র দু’টি উইকেট। টি২০ ক্রিকেটের নিরিখে ইকোনমি রেট এই মরসুমে মোটের ওপর ভালো হলেও উইকেট নেওয়ার ক্ষেত্রে মুন্সিয়ানা দেখাতে পারেননি। পরের বছর মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। ২০২১-এও খেলেছিলেন একটি মাত্র ম্যাচ। এই দুই মরসুমে দুটি ম্যাচ খেলে নিতে পারেননি কোনও উইকেট।

চলতি ইন্ডিয়ান সুপার লিগে তাঁকে দলে নিয়েছে গুজরাট টাইটান্স। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামানো হয়েছিল কলকাতা নাইট রাইডার্সে খেলা এই বোলারকে। চলতি বছরে এখনও পর্যন্ত মোট ৩ টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন মোট ৫ উইকেট। যার মধ্যে তিনটি উইকেট দিল্লির বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।