ভোট আছে, কিন্তু ভোটের দাওয়াই নেই। গুড় বাতাসা নেই। নেই চড়াম-চড়াম শব্দ। ভোটের মুখে অনুব্রতহীন বীরভূম যেন চুপচাপ, নিঝুম। তবুও তাঁর প্রিয় কেষ্টর স্মৃতিচারণায় দিদি। ভোটের মুখে কি অনুব্রতহীন বীরভূমে ব্যাকফুটে তৃণমূল ? দিদির মুখে বারবার অনুব্রতর নাম! এ যেন অনুব্রত স্তূতি। পূর্ব বর্ধমানের আউশগ্রামের জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের পর বুধবারও মমতার মুখে শোনা গেল কেষ্টনাম।
এইদিনের জনসভা থেকে তিনি কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন। তবে তিনি অনুব্রতের প্রসঙ্গে বলেন, ” একটা ভাওতাবাজি পার্টি। যত চোর ডাকাত মাফিয়া বিজেপিতে নাম লিখিয়েছে। আমাদেরও বুকের পাটা রয়েছে। আমাদেরও রোজ ১০টা করে চিঠি পাঠাচ্ছে। বিজেপির কেউ গ্রেফতার হয়েছে? কেষ্ট যদি দুর্নীতির জন্য গ্রেফতার হয়, গদ্দার তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ. ও কেন গ্রেফতার হবে না। বড় বড় কথা বলে, বলে বোমা ফাটাবে। ২৬ হাজার চাকরি কেড়ে ঢাক বাজাচ্ছে। কেষ্ট গ্রেফতার হলে গদ্দার নয় কেন ?” এছাড়াও তিনি এইদিন কংগ্রেস এবং সিপিএমকে বিজেপির নয়নের মণি বলে উল্লেখ করেন। আবার অনুব্রত প্রসঙ্গে বলেন, “কেষ্টর কেসে কী আছে, আমি জানি না। আইন আইনের পথে চলবে। তবে গরীব কেউ ওঁর কাছে গেলে খালি হাতে ফিরে আসত না। ও জেলাটাকে হাতের তালুর মত চিনত।”
এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ” কেষ্ট আজ এলাকায় নেই। ওকে আর ওর মেয়েকে পরিকল্পনা করে গ্রেফতার করা হয়েছে।”মমতা বলেন, ”আমি আপনাদের বলছি, দেখে নেবেন ভোট মিটলেই ওদের ছেড়ে দেওয়া হবে।” দেখার বিষয় মুখ্যমন্ত্রীর কথা মেলে কিনা তবে অনুব্রতহীন বীরভূমে কি সত্যিই ব্যাকফুটে তৃণমূল ?