এপ্রিল মাসের শেষের দিকে এবার হুড়মুড়িয়ে পরল সোনা ও রূপোর দাম (Gold Silver Price)। বৈশাখ মাস মানেই বিয়ের মাস। আর এই বিয়ের মাসে লাগাতার কিছু সময় সোনা বা রূপো যাইহোক না কেন দাম এতটাই বেড়ে গিয়েছিল যে কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে সাধারণ মানুষকে। তবে আজ মঙ্গলবার এক ধাক্কায় বেশ খানিকটা কমল এই দুই মহা মূল্যবান ধাতুর দাম।
আজ এক ধাক্কায় ১৪০ টাকা কমল সোনার দাম। মূলত এক গ্রাম সোনার দাম ১৪০ টাকা কমেছে। সেখানে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১৪০০ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ৬৬,১৫০ টাকায়। ২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম ১৪,০০০ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ৬,৬১,৫০০ টাকা।
এর পাশাপাশি আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,৫৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭২,১৬০ টাকায়। ১০০ গ্রাম সোনার দাম ১৫,৩০০ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ৭,২১,৬০০ টাকা। এবার আসা যাক ১৮ গ্রামের কথায়। ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১১৫০ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ৫৪,১২০ টাকায়।
এবার আসা যাক রূপোর দামে। আজ ১ কেজি রূপোর দাম ২৫০০ টাকা কমেছে। যার পরে আজ রূপোর বিক্রি হচ্ছে ৮৩,০০০ টাকায়।