অবশেষে স্থায়ী উপাচার্য পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ভাস্কর গুপ্তকে উপাচার্য পদে নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস।জানা গিয়েছে ভাস্কর গুপ্ত ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। ছাত্রদের মধ্যে তিনি বেশ জনপ্রিয়। শুধু তাই নয় তিনি রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন। অনেক টালবাহনার পরে অবশেষে উপাচার্য পেয়ে খুশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
অধ্যাপক ভাস্কর গুপ্ত ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের অন্দরে কান পাতলেই শোনা যায় তিনি নাকি শাসক দল ঘনিষ্ট অধ্যাপক বলেই পরিচিত। তবে তিনি আপাতত সেই সব বিষয়ে মাথা ঘামাতে নারাজ। প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের আগের সন্ধ্যায় আচার্য সি ভি আনন্দ বোস অপরসারণ করেন অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে। তারপর থেকেই উপাচার্যহীন হয়ে পড়ে যাদবপুর।
স্থায়ী উপাচার্য নিয়োগের পর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজ মাধ্যমে লেখেন আমি তাঁকে অভ্যর্থনা জানাচ্ছি। এতদিন পরে যাদবপুর স্থায়ী উপাচার্য পেল এটা ভাল খবর। প্রসঙ্গত রাজ্যপাল এবং রাজ্য শিক্ষা দফতর ভাস্কর গুপ্তের নামেই শিলমোহর দিয়েছিল। এইবার দেখার যাদবপুর থেকে বিতর্ক পিছু ছাড়ে কিনা।