বর্ষবরণের আগেই হাজির ওমিক্রনের দোসর ‘ডেলমিক্রন’

News Desk: করোনার তীব্র প্রকোপ থেকে যখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল গোটা বিশ্ব‌ সেইসময়ই আতঙ্ক ছড়াল ওমিক্রন। বিশ্বের একাধিক দেশে ওমিক্রন সংক্রমণ বহু মাত্রায়…

Omicron's partner 'Delmicron' appeared before the New Year

News Desk: করোনার তীব্র প্রকোপ থেকে যখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল গোটা বিশ্ব‌ সেইসময়ই আতঙ্ক ছড়াল ওমিক্রন। বিশ্বের একাধিক দেশে ওমিক্রন সংক্রমণ বহু মাত্রায় বেড়ে গেছে। ২০২১ কাটিয়ে বিশ্ব পা রাখতে চলেছে ২০২২-এ। এইসময় কেবল ওমিক্রন নয়, করোনার এই নতুন প্রজাতির দোসর হয়ে দেখা দিয়েছে ‘ডেলমিক্রন’।

Advertisements

ইউরোপ ও আমেরিকায় ইতিমধ্যেই প্রভাব দেখাতে শুরু করে দিয়েছে ‘ডেলমিক্রন’। করোনার পুরনো প্রজাতি ‘ডেল্টা’ এবং নতুন প্রজাতি ‘ওমিক্রন’-এর মিলিত শক্তি নিয়ে তৈরি হয়েছে ‘ডেলমিক্রন’।

Advertisements
   

ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পর বুস্টার ডোজ নিতে হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, এখনই বুস্টার ডোজের প্রয়োজন নেই। এই মুহূর্তে সকলকে দুটি ডোজ দিয়ে টিকাকরণ সম্পূর্ণ করতে হবে। তবে আগামী দিনে বুস্টার ডোজ নিয়ে ভাবা যেতে পারে বলেও জানানো হয়েছে।