দেশজুড়ে আজ প্রথম দফার নির্বাচন। ২১ রাজ্যের ১০২ কেন্দ্রে ভোট গ্রহণ। যার মধ্যে রয়েছে রাজ্যের তিনটি কেন্দ্র। উত্তর বঙ্গের তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট। যার মধ্যে কমিশনের বিশেষ নজরে কোচবিহার কেন্দ্র। ভোটের আগের রাতে উত্তেজনা ছড়ায় এই কেন্দ্রে। আজ ভোট শুরু হতে না হতেই ফের উত্তেজনা কোচবিহারে।
ভেটাগুড়িতে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত ব্লক সভাপতি অনন্ত বর্মন দিনহাটা হাসপাতালে ভর্তি। অভিযোগ, নিজের ভোট দিতে গিয়ে আক্রান্ত অনন্ত বর্মন। এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। দলের কর্মীর ওপর আক্রমণের ঘটনায় তেড়ে ওঠেন উদয়ন গুহ। বাড়ি থেকে বেড়িয়ে সোজা চলে যান দিনহাটা থানায়। আইসির কাছে দু ঘণ্টার মধ্যে দোষীদের গ্ৰফতারের দাবি জানান উদয়ন। গ্ৰফতার না হলে নিজেরাই বুঝে নেবেন হুশিয়ারিও দেন তিনি।
অন্যদিকে থানা থেকে বেড়িয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন উদয়ন। ব্লক সভাপতি অনন্ত বর্মনকে যারা মেরেছে তারা নিশীথ প্রামানিকের বাড়িতে রয়েছে, দাবি উদয়নের। বিজেপি প্রার্থীর বাড়ি পুলিশ দিয়ে তল্লাশির দাবি জানান তিনি।
সংবাদ মাধ্যমে খবর, উদয়ন গুহকে নিজের বিধানসভার বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করে কমিশন। যদিও এই বিষয়টি নাকচ করেন উদয়নের ছেলে। তাই দলীয় কর্মীর ওপর আক্রমণের খবর পেয়ে বেড়িয়ে পরেন তিনি। আহতকে দেখতে যান হাসপাতালে। পরে তিনি নিজের ভোট প্রদান করেন