নতুন মরসুম শুরু হওয়ার আগে দল বদল (Transfer window) সংক্রান্ত জল্পনা ক্রমে জোর পাচ্ছে। এবারের মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেনি। কোন দল কোন ফুটবলারকে সই করাতে পারে সে ব্যাপারে আলোচনা চলছে ফুটবল প্রেমীদের মধ্যে। এরই মধ্যে উঠে এল নতুন আপডেট।
শোনা যাচ্ছে, আগামী মরসুমে অন্য দলের জার্সি পড়তে পারেন ড্যানিয়েল চিমা চুকুউ। জামশেদপুর এফসির হয়ে পরপর কয়েক মরসুম খেলার পর নতুন ক্লাবের যোগ দিতে পারেন নাইজেরিয়ান ফরোয়ার্ড।
কলকাতার ফুটবল প্রেমী জনতার মধ্যে ড্যানিয়েল চিমাকে নিয়ে এখনও আগ্রহ রয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে খেলার সময় থেকেই তাঁকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ ছিল ঊর্ধ্বমুখী। লাল হলুদ জার্সি পরে নিজের স্কোরিং দক্ষতা সেভাবে চেনাতে পারেননি তিনি। ইস্টবেঙ্গল ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দেওয়ার পরেই গোল পেতে শুরু করেছিলেন ড্যানিয়েল চিমা।
২০২১-২২ মরসুমে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন চিমা। গোল করার মতো জায়গায় পৌঁছাতে পারলেও বল জালে জোড়ানোর ক্ষেত্রে বারবার হোঁচট খেয়েছেন। শেষ পর্যন্ত দল বদল। চিমার ওপর আস্থা দেখায় জামশেদপুর এফসি। ২০২২-এ যুক্ত হন ইস্পাতনগরীর ক্লাবে। জামশেদপুর এফসির হয়ে পঞ্চাশটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। প্রথম একদশে খেলেছেন ধারাবাহিকভাবে। তবে এবারের মরসুমে খুব একটি ছন্দে ছিলেন না তিনি। প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি জামশেদপুর এফসি। পয়েন্ট তালিকার নীচের দিকে এবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শেষ করেছে ক্লাব। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী জামেদপুর এফসি ছেড়ে চিমা এবার যোগ দিতে পারেন চেন্নাইন এফসিতে।
চেন্নাইন এফসি কোনওরকমে ষষ্ঠ স্থান দখল করেছে। তবে গোল করার লোকের অভাবে ভুগতে হয়েছে ক্লাবকে। সেক্ষেত্রে চিমাকে দলে নিলে ক্লাবের সমস্যা মিটলেও মিটতে পারে। ফর্মে থাকলে চিমা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখেন।