ইভিএমের বোতাম (Lok Sabha Election 2024) চিপলেই ভোট পড়ছে বিজেপিতে। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় দক্ষিণের রাজ্য কেরল। সে রাজ্যে মকপোলের সময় বিজেপির প্রতীকে অতিরিক্ত ভোট পড়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। কেরলের দুই প্রধান রাজনৈতিক জোট এলডিএফ (লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট) এবং ইউডিএফ (ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট) জেলাশাসকের কাছে এই সংক্রান্ত অভিযোগ জানায়। এরপরই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) তরফে বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হয়।
সুপ্রিম কোর্টে কয়েকদিন ধরে ইভিএম-ভিভিপ্যাট মামলার শুনানি চলছে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে। ওই মামলার শুনানি চলাকালীনই কেরলের প্রসঙ্গ উত্থাপন করা হয়। এরপর দুই বিচারপতির বেঞ্চ মৌখিকভাবে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, কেরলের কাসারগোদ কেন্দ্রে মকপোল নিয়ে যে অভিযোগ সামনে এসেছে, তার যথাযথ তদন্ত করা হোক। বলে রাখা ভালো, ইভিএম ঠিকঠাক কাজ করছে কি না দেখার জন্য মকপোল করা হয়ে থাকে। সেই মকপোলের সময়ই অনিয়মের অভিযোগ সামনে এসেছে কেরলে।
গত কয়েক বছর ধরেই ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের পর এ নিয়ে ঝাঁঝ বাড়ায় তারা। ব্যালট পেপারে নির্বাচনের দাবিও তুলেছে তারা। এরপর সমস্ত রাজনৈতিক দলকে ইভিএম হ্যাক করে দেখানোর চ্যালেঞ্জ দেয় নির্বাচন কমিশন। একটি প্রতিযোগিতারও আয়োজন করে তারা। যদিও সেই প্রতিযোগিতায় অংশ নেয়নি বেশিরভাগ বিরোধী দল।
প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভা নির্বাচন সাত দফায় হচ্ছে। প্রথম দফায়, শুক্রবার দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্র ভোট হবে সেদিন। ২০১৯ সালে উত্তরবঙ্গের ওই তিন কেন্দ্র-সহ এর মধ্যে মোট ৪৫টিতে জিতেছিল এনডিএ জোট। লোকসভার পাশাপাশি শুক্রবার অরুণাচল প্রদেশের ৬০টি এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনের সবক’টিতেই ভোটগ্রহণ হবে।
আসন্ন লোকসভা নির্বাচনে ভোট দেবেন ৯৬.৮ কোটি ভোটার। ভোট ঘিরে বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ৮৫ বছরের বেশি বয়সি ভোটাররা বাড়ি থেকেই ভোট দিতে পারবেন। তাঁদের বুথে যাওয়ার প্রয়োজন নেই। তীব্র গরমের কথা মাথায় রেখে পানীয় জল, শৌচালয়ে পাশাপাশি প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে অন্যান্য ন্যূনতম পরিষেবার ব্যবস্থা থাকবে। সন্ত্রাস-মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থাকবে। কোনও অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ করা হবে।