Loksabha Election 2024: রাত পোহালেই ভোট, ইভিএম, সরঞ্জাম নিয়ে বুথমুখী ভোট কর্মীরা

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই দেশজুড়ে লোকসভা ভোটের (Loksabha Election 2024) ডঙ্কা বেজে যাবে দেশজুড়ে। আগামীকাল শুক্রবার শনিবার রয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। গরমে তেতেপুড়ে মানুষ…

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই দেশজুড়ে লোকসভা ভোটের (Loksabha Election 2024) ডঙ্কা বেজে যাবে দেশজুড়ে। আগামীকাল শুক্রবার শনিবার রয়েছে প্রথম দফার ভোটগ্রহণ। গরমে তেতেপুড়ে মানুষ যাবেন ভোট দিতে। ইতিমধ্যে জায়গায় জায়গায় সকলের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। শুক্রবার ২১টি রাজ্যের মোট ১০২টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বাংলার তিন কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট অনুষ্ঠিত হবে।

এদিকে ভোটকে কেন্দ্র করে ৩ জেলার ডিসিআরসি-তে চরমে ব্যস্ততা রয়েছে। চাঁদিফাটা গরম ও রোদের মধ্যেই দলে দলে ভিড় জমাচ্ছেন সকলে। এদিকে ভোটে যেনতেন প্রকারে অশান্তি রুখতে তৎপর নির্বাচন কমিশন। কোচবিহারে ১১২, জলপাইগুড়িতে ৭৫ কোম্পানি এবং আলিপুরদুয়ার ৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে। ইভিএম, সরঞ্জাম নিয়ে বুথমুখী ভোট কর্মীরা। এক কথায় ২৪-এর ভোটে ফুটছে সমগ্র বাংলা।

জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা পারভিন জানান, “প্রথম দফার ভোটের জন্য আমাদের সমস্ত ব্যবস্থা হয়ে গেছে। আমাদের সমস্ত বুথ সিএপিএফ-এর আওতাভুক্ত হবে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে এবার সমস্ত বুথে ওয়েবকাস্টিংও করা হচ্ছে। ১৮টি বুথ নেটওয়ার্ক শ্যাডো এরিয়ার আওতায় পড়ে, তাই সেখানে ওয়েবকাস্টিং না থাকলেও সেখানে নরমাল সিসিটিভি থাকবে। মাইক্রো-অবজার্ভাররা নেটওয়ার্ক শ্যাডো বুথে নিয়োজিত থাকবে। তাই জেলায় মোট ১৯২ জন মাইক্রো অবজার্ভার মোতায়েন করা হয়েছে। এখানে ৮৮ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।”