রাজনীতি নিয়ে উত্তাল দেশ তথা বিশ্ব। সেই রাজনীতির আবহে ক্রমশ জটিলতর হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি (Global Politics)। কোথাও বা আবার চলছে যুদ্ধ। এই আবহে বিশ্ব রাজনীতির সামগ্রিক পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা ও বিভিন্ন দৃষ্টিকোণ নিয়ে একটি নতুন কোর্স চালু করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্বল্পমেয়াদি এই কোর্সটির বিষয়ে জারি হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি।
বিশ্ব রাজনীতির কোর্স
যাদবপুরে নতুন চালু হতে চলা কোর্সটির নাম গ্লোবাল পলিটিক্স ট্রেন্ডস এন্ড পার্সপেক্টিভস। যার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল রিলেশন্স এন্ড স্ট্র্যাটিজিক স্টাডিজ। এক বছরের মেয়াদের এটি প্রকৃতপক্ষে একটি অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্স।
আসন সংখ্যা
সান্ধ্যকালীন এই কোর্সের আসন সংখ্যা 30। বিশ্ব রাজনীতির বিভিন্ন ঘটনাবলী, তত্ত্ব, যুদ্ধ, ভৌ-রাজনীতি ও কৌশল, আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান ও ভূমিকা নিয়ে সাজানো হয়েছে গ্লোবাল পলিটিক্সের পাঠ্যসূচি।
ক্লাসের সময়কাল
এক বছরের কোর্সটিকে 2টি সেমেস্টারে ভাগ করেছে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ক্লাস।
যোগ্যতা
যে কোনও বিষয়ের স্নাতকোত্তররা এই কোর্সে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলে দেওয়া ফরম্যাট মেনে করতে হবে আবেদন। পাশাপাশি জমা দিতে হবে একাধিক নথি। নির্দেশিকায় উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র।
প্রার্থী নির্বাচন
এই কোর্সে ভর্তির জন্য কোনও লিখিত পরীক্ষা নেবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। আবেদনপত্র বাছাই করে 11 অগাস্ট ইন্টারভিউয়ের জন্য কয়েকজনের নাম ঘোষণা করবে বিশ্ববিদ্যালয়। 22 অগাস্ট সকাল 11 থেকে শুরু হবে ইন্টারভিউ। নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ২৮ অগস্ট।
কোর্স ফি
এই কোর্সের ফি ধার্য করা হয়েছে 33,040 টাকা। আবেদনের জন্য দিতে হবে 100 টাকা 8 অগাস্ট পর্যন্ত করা যাবে আবেদন। তার পর আর কোনও আবেদনপত্র গ্রহণ করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তি দেখে নিতে বলা হয়েছে। সংরক্ষিত অর্থাৎ তফশিলি জাতি ও উপজাতিভুক্তরা আবেদনের ফি ও বয়সের ক্ষেত্রে কোনও ছাড় পাবেন কিনা তাও বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।
তাই আর দেরি না করেই মনস্থির করে ফেলুন আপনি গ্লোবাল পলিটিক্সেরের ক্লাস করবেন কিনা? যদি করেন তাহলে আবেদন করুন শীঘ্রই।