সোমবার নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসিকে পরাজিত করেছে মোহনবাগান সুপারজায়ান্টস। সেই সুবাদে এবারের ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড (ISL Shield) চ্যাম্পিয়ন হয়েছে ময়দানের এই প্রধান। যারফলে, নয়া মরশুমে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করলো এই ফুটবল ক্লাব।
এবার এএফসি চ্যাম্পিয়নস লিগের লড়াই বাগান ব্রিগেডের। যা নিয়ে স্বাভাবিকভাবেই খুশির আমেজ রয়েছে সমর্থকদের মধ্যে। গত বছর এই টুর্নামেন্টের শিল্ড অল্পের জন্য হাতছাড়া হয়েছিল মোহনবাগানের। কিন্তু এবার নিজেদের সমস্ত ভুল ত্রুটি শুধরে নিয়ে সফল হয়েছে শুভাশিসরা। দলের এমন আনন্দের দিনে এবার সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
মোহনবাগানের শিল্ড জয়ের পর তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক দিন। প্রথমবারের মতো মোহনবাগান এই খেতাব জয় করেছে। এই শুভ মুহূর্তে দলের সকল সমর্থকদের ধন্যবাদ জানাই। পাশাপাশি দলের সকল খেলোয়াড় তথা কোচ এবং সমস্ত সাপোর্টিং স্টাফদের শুভেচ্ছা জানাই। এই মুহূর্তটি যথেষ্ট স্মরনীয় হয়ে থাকবে আমাদের সকলের কাছে। এবার টুর্নামেন্টের ফাইনালের জন্য আমাদের প্রস্তুতি শুরু করতে হবে। এমন সাফল্য পাওয়ার পর এবারের এই টুর্নামেন্টের সেমিফাইনালে দল যে বাড়তি অক্সিজেন পাবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
তবে এই ম্যাচের অতিরিক্ত সময় লাল কার্ড দেখেন ব্রান্ডেন হ্যামিল। যারফলে, পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই ফুটবলার। যা নিঃসন্দেহে চিন্তায় রাখবে বাগান শিবিরকে। অন্যদিকে, জেসান কামিন্সের পা থেকে গোল আশায় যথেষ্ট স্বস্তি পাবেন হাবাস।