IPL 2024: ফের পরাজয়, এবার বিরাটদের বিপক্ষে জয় ছিনিয়ে নিল হায়দরাবাদ

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) একের পর এক ম্যাচে রেকর্ড গড়ছে সানরাইজার্স হায়দরাবাদ। সপ্তাহ কয়েক আগেই হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আড়াইশোর ও‌ বেশি…

Hyderabad seal victory over Bengaluru

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) একের পর এক ম্যাচে রেকর্ড গড়ছে সানরাইজার্স হায়দরাবাদ। সপ্তাহ কয়েক আগেই হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আড়াইশোর ও‌ বেশি রান তুলেছিল প্যাট কামিন্সের দল। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রান হিসেবেই পরিগণিত হয়েছিল। তবে গত সোমবার ভেঙে গেল সেই রেকর্ড। নিজেরাই এবার সেই রেকর্ড ভাঙল। তবে এবার প্রতিপক্ষ হিসেবে ছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আজ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে মাত্র ৩ টি উইকেট হারিয়ে ২৮৭ রান‌ তুলেছিল আইপিএল জয়ী এই দল। জবাবে ব্যাট করতে নেমে সম্পূর্ণ কুড়ি ওভারে ৭টি উইকেট হারিয়ে ২৬২ রান তোলে আরসিবি। যারফলে, ২৫ রানে জয় পেয়ে যায় হায়দরাবাদ।

বলাবাহুল্য, এই ম্যাচের শুরু থেকেই অনবদ্য ছন্দে দেখা যায় হায়দরাবাদ দলের ওপেনারদের। বিদেশি তারকা ট্রাভিস হেড থেকে শুরু করে অভিষেক ভার্মা‌ সকলেই ব্যাট হাতে যথেষ্ট চাপে রাখেন‌ আরসিবির বোলারদের। ব্যাট হাতে ৪১ বলে‌ ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন ট্রাভিস হেড। অন্যদিকে, অভিষেক তোলেন ৩৪ রান। পরবর্তীতে ক্রিসে আসেন হেনরি ক্লাসেন।

তার ৬৭ রানের ইনিংস অনেকটাই এগিয়ে দেয় দলকে। তারপর সেই ধারা বজায় রাখেন মার্করাম। মাত্র ১৭ বল খেলে ৩২ রানের ইনিংস খেলেন এই তারকা। বলতে গেলে হায়দরাবাদের একের পর এক দাপুটে ব্যাটারদের দৌরাত্ম্যে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল আরসিবির বোলাররা। যারফলে, তৈরি হয়ে যায় বিশাল রানের ইনিংস।

পরবর্তীতে যথেষ্ট ভালো শুরু করে আরসিবি। বিরাট কোহলি থেকে শুরু করে ফ্যাফ ডুপ্লেসি। অনবদ্য সূচনা করে দল। ২৮ বলে ৬২ রানের ইনিংস খেলেন এই বিদেশি তারকা। অন্যদিকে, ৪২ রানেই থমকে যান বিরাট কোহলি। পরবর্তীতে উইল জ্যাকস থেকে শুরু করে রজত পাটিদার মতো ক্রিকেটার ক্রিসে আসলেও খুব একটা সফল থাকা সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে দীনেশ কার্তিকের ৮৩ রানের দুরন্ত ইনিংসে দল স্বপ্ন দেখতে শুরু করলেও কাজের কাজ কিছুই হয়নি।