East Burdwan: শুরু হল জেলা আদালতে নিয়োগ প্রক্রিয়া, আবেদন করুন আজই

শুরুহল পূর্ব বর্ধমান (East Burdwan) জেলা আদালতে কর্মী নিয়োগ। অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে । জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। শুধু মাত্র পুরুষরাই…

East Burdwan District Court Begins Recruitment Process! Apply Today!

শুরুহল পূর্ব বর্ধমান (East Burdwan) জেলা আদালতে কর্মী নিয়োগ। অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে । জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। শুধু মাত্র পুরুষরাই এই আবেদন যোগ্য । তবে জেলা আদালতের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, নাইট গার্ড, ডে গার্ড ও গার্ডেনার পোস্টে মিলবে চাকরি। মোট ১১ জনকে নিয়োগ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য রইল নিম্নে।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ডাকযোগে বিজ্ঞপ্তিতে বলে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। যার মধ্যে থাকবে জীবনপঞ্জি ও শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। এছাড়া অন্যান্য নথিও জমা করতে হবে। আবেদনের ফি বাবদ লাগবে ৩০০ টাকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৪ মে। তার পর আর কোনও আবেদনপত্র জমা নেবে না জেলা আদালত কর্তৃপক্ষ।

   

বয়স সীমা
সংশ্লিষ্ট পোস্টগুলিতে আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত এতে আবেদন করা যাবে। সংরক্ষিত ক্যাটেগরি অর্থাৎ তফশিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্তরা সরকারি নিয়ম অনুযায়ী আবেদনের ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। আবেদনের বয়সে সর্বোচ্চ ছাড় মিলবে ৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা
ক্লাস ৮ পাশে এই পোস্টগুলিতে আবেদন করা যাবে। আবেদনকারীকে শারীরিকভাবে সুস্থ ও সবল হতে হবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জমা করতে হবে।

প্রার্থী নির্বাচন
লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে পূর্ব বর্ধমান জেলা আদালত। দু’দফায় দিতে হবে পরীক্ষা। প্রথম দফার পরীক্ষায় থাকবে ১০০ নম্বর। অন্যদিকে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে দ্বিতীয় দফায়। যা জানতে নজর রাখত হবে ওয়েবসাইটে। তাই আর দেরি না করে ইচ্ছুক প্রার্থীরা আজই আবেদন করা শুরুকরে দিন।