ভারতবর্ষের মানুষ চায় না তারা ভাল থাকুক: Rwitobroto Mukherjee

আদিত্য ঘোষ, কলকাতা: বাংলা ইন্ডাস্ট্রির তরুণ মুখেদের মধ্যে ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) অন্যতম। এত কম বয়সে তার অভিনয়ের দক্ষতা বাংলার অগণিত দর্শককুলকে ছুঁয়ে গিয়েছে। তাঁর…

Bengali actor, Rwitobroto Mukherjee, India, Well-being, Public perception, Entertainment industry

আদিত্য ঘোষ, কলকাতা: বাংলা ইন্ডাস্ট্রির তরুণ মুখেদের মধ্যে ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee) অন্যতম। এত কম বয়সে তার অভিনয়ের দক্ষতা বাংলার অগণিত দর্শককুলকে ছুঁয়ে গিয়েছে। তাঁর মঞ্চ অভিনয়ও সমান ভাবে সমাদৃত। যদিও তিনি নিজেকে মঞ্চভিনেতা বলেই পরিচয় দিয়ে থাকেন। ভোটের আগে কী ভাবছে বাংলা অভিনয় জগতের কলাকুশলীরা, সেই নিয়েই kolkata24x7 এর এই বিশেষ প্রতিবেদন।

ভোট একদম সম্মুখ শিয়রে। আর এই ভোটের মুখে বাংলা ইন্ডাস্ট্রির ভিতরেও কি উত্তাপ ছড়িয়েছে? কী ভাবছে বাংলা অভিনয় জগতের নব প্রজন্ম? অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় kolkata24x7কে ফোন জানালেন, “ভারতবর্ষের মানুষ ইচ্ছে করেই খারাপ থাকতে চাই। তাই তারা আবার ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসবে।” একটু থেমে আবার বললেন, “সাধারণ জিনিসের দাম গত দশ বছর ধরে হু হা করে বাড়ছে, আর মানুষ গিয়ে সেই বিজেপিকেই ভোট দিচ্ছে। “

তিনি ক্ষোভের সঙ্গে আরও বললেন যে, “আমরা কী লিখব, কী বলব, কী পড়ব, কী দেখব সবটাই নিয়ন্ত্রিত হচ্ছে।” জিজ্ঞাসা করলাম, “তাহলে সাধারণ মানুষ এত বোকা যে বিজেপিকে বারবার ভোট দিচ্ছে?” তিনি উত্তরে বললেন, “আসলে বিজেপি আমাদের বোকা বানিয়ে রাখছে। গত দশ বছর ধরে বোকা বানিয়েছে। বিজেপি খুব চালাক দল। খুব মেপে চলে। একটা চাল চালার আগে ভেবে নেয়। বিজেপির মতো রেজিমেন্ট দল এদেশে একটাও নেই।” জিজ্ঞাসা করলাম,”ভোটের হাওয়া কোন দিকে?” তিনি বললেন,” যা হওয়া তাতে বিপুল ক্ষমতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে। এসেই মনে হয় সংবিধান বদলাবে ।”

জিজ্ঞাসা করলাম, “বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই তো ভোট প্রার্থী, তাদের সঙ্গে তোমার ব্যক্তিগত সম্পর্ক কেমন?” তিনি জানালেন, “বাংলা ইন্ডাস্ট্রিতে সকলেই বন্ধু। এখানে রাজনীতি হয় না। একসঙ্গে মিলেমিশে কাজ করি। রুদ্রদার সঙ্গে তো জমিয়ে কাজ করেছি। কোনও অসুবিধা হয়নি।” সবশেষে জিজ্ঞাসা করলাম,” সিপিএম কেমন ফল করবে বলে মনে করছো,?” ঋতব্রত বলল,”সেটা সময়ই বলবে।”