ক্ষণিকের আমোদ-প্রমোদের খেসারত যে এভাবে দিতে তা বোধ হয় কল্পনারও অতীত ছিল তরুণীর৷ পার্টি করতে গিয়ে অর্ধনগ্ন পুরুষদের সঙ্গে উদ্দাম নাচ, আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তর্ক-বিতর্ক-সমালোচনার ঝড়৷ এমন পর্যায়ে বিষয়টি পৌঁছে যায় যে কড়া শাস্তির মুখেও পড়তে হল সেই তরুণীকে৷ কিন্তু এটা কী এমন ঘটনা যায় জেরে শাস্তি পর্যন্ত পেতে হল?
জানা গিয়েছে, কয়েক দিন আগে থাইল্যান্ডে গিয়ে পার্টিতে মেতে উঠেছিলেন মালয়েশিয়ার সেরা সুন্দরী ভিরু নিকাহ তেরনিসিপ। ২০২৩ সালেই তাঁর মাথায় উঠেছিল সেরার সেরা হওয়ার মুকুট৷ কিন্তু থাইল্যান্ডে গিয়ে পার্টিতে মত্ত হয়ে ওঠেন তিনি এবং কার্যত প্রায় নগ্ন পুরুষদের সঙ্গে নাচে বিভোর হয়ে যান৷ এই নাচের ভিডিওই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷
কাদাজানদুসুন কালচারাল অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সেই সংগঠনই জানিয়ে দেয়, এমন আচরণের জন্য শাস্তি পেতে হবে ওই তরুণীকে৷ শাস্তি স্বরূপ সেরা সুন্দরীর মুকুট ফিরিয়ে দিতে ভিরুকে।
তাই সংগঠনের তরফে জানানো হয়েছে, “যদি সাধারণ কোনও মহিলা হতেন তাহলে কিছু বলার থাকত না। ওই ভিডিও দেখে নানা রকমের মন্তব্য আর অভিযোগ এসেছে আমাদের কাছে। সংগঠন হিসাবে আমরা কোনও রকম বিতর্কের মধ্যে জড়াতে চাই না।”