Kerala Blasters: জয় দিয়েই গ্ৰুপ পর্ব শেষ করল কেরালা, সামনে বড় লড়াই

এবারের এই ফুটবল মরশুমের শুরু থেকেই ব্যাপক ছন্দে রয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গত বছর ইন্ডিয়ান সুপার লিগের কোয়ার্টার ফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছে…

Kerala Blasters Conclude Group Stage with Victory

এবারের এই ফুটবল মরশুমের শুরু থেকেই ব্যাপক ছন্দে রয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। গত বছর ইন্ডিয়ান সুপার লিগের কোয়ার্টার ফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। সেই নিয়ে প্রবল হতাশা ছিল সমর্থকদের। তবে নতুন সিজন থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ইভান ভুকমানোভিচের কেরালা। সেইমতো এই টুর্নামেন্টের শুরু থেকেই একের পর এক জয় ছিনিয়ে নিয়েছে দল।

অর্থনৈতিক সমস্যা প্রবল ভাবে তাদের উপর থাঁবা বসালেও নিজেদের সীমিত শক্তি নিয়েই তারা টক্কর দিয়েছে একের পর এক হেভিওয়েট দলকে। ছাড় পায়নি ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়েন্টস। তাই অনায়াসেই প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল এই দল।

তবুও নিয়ম রক্ষার ক্ষেত্রে এক ম্যাচ বাকি ছিল আদ্রিয়ান লুনাদের। নির্ধারিত সুচি অনুযায়ী আজ সেই ম্যাচ খেলতেই হায়দরাবাদ এফসির মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স। সম্পূর্ণ সময় শেষে ৩-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে ফেলেছে দল। এদিন কেরালার জার্সিতে গোল পান মোহাম্মদ আমীন, ডাইসুকে সাকাই এবং নিহাল সুদেশ।

অন্যদিকে, সিংতোর দলের হয়ে একটি মাত্র গোল করেন ব্রাজিলিয়ান তারকা জোয়া ভিক্টর। শুরু থেকে এই ম্যাচে কেরালা দলের ফুটবলারদের দাপট থাকলেও পাল্টা লড়াই দিতে ছাড়েনি হায়দরাবাদ। এবারের এই মরশুমে সাফল্য না এলেও তারা লড়াই চালিয়েছে ব্যাপকভাবে। এমনকি হায়দরাবাদ পরাজিত করেছে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইন এফসিকে।

যা নিঃসন্দেহে শোরগোল ফেলে দিয়েছিল সর্বত্র। তবে পরবর্তীতে ফের হারতে শুরু করে সিংতোর ছেলেরা। তবে আজকের এই জয়ের ফলে ২২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের পঞ্চম স্থানেই থাকল প্রীতমরা।