BrahMos Missile: INS Delhi থেকে ব্রহ্মোস মিসাইল নিক্ষেপ করল নৌসেনা

BrahMos Missile: INS Delhi-কে ধ্বংসকারী বলেই ইল্লেখ করা হয়। ভারতীয় নৌসেনার (Indian Navy) তরফে জানা গিয়েছে যে শুক্রবার Destroyer INS Delhi থেকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ…

Destroyer INS Delhi fires Brahmos Supersonic Cruise Missile

BrahMos Missile: INS Delhi-কে ধ্বংসকারী বলেই ইল্লেখ করা হয়। ভারতীয় নৌসেনার (Indian Navy) তরফে জানা গিয়েছে যে শুক্রবার Destroyer INS Delhi থেকে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল (Brahmos Supersonic Cruise Missile) নিক্ষেপ করা হয়।

আইএনএস দিল্লিকে সম্প্রতি আপগ্রেড করা হয়েছে। INS Delhi-কে ইস্টার্ন ন্যাভাল কমান্ডে স্থানান্তরিত করা হয়েছে। বহু পুরনো রাজপুত ক্লাস ডেস্ট্রয়ারকে বদল করার জন্যই আইএনএস দিল্লিকে ইস্টার্ন ন্যাভাল কমান্ডে আনা হয়েছে। INS Vikrant-এর জন্যে রাজপুত ক্লাস ডেস্ট্রয়ারকে বদলে আইএনএস দিল্লিকে এনে Carrier Battle Group তৈরি করা হবে।

   

INS Delhi (D61) হচ্ছে ভারতীয় নৌবাহিনীর, তার শ্রেণীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের প্রধান জাহাজ। INS Delhi মুম্বইয়ের মাজাগন ডক লিমিটেডে নির্মিত হয় এবং 15 নভেম্বর 1997 তারিখে কমিশন করা হয়। এই শ্রেণীটি ভারতে ডিজাইন ও নির্মিত হওয়া বৃহত্তম যুদ্ধজাহাজের (largest warships) মধ্যে একটি।

ভারতীয় নৌবাহিনীর অন্যতম প্রধান অস্ত্র এই ব্রহ্মোস মিসাইল ((Brahmos Supersonic Cruise Missile)। শত্রুপক্ষের রণতরীকে নিমেষের মধ্যে ধ্বংস করতে পারে এই ব্রহ্মোস মিসাইল। এই মিসাইলের সাহায্যে নিখুঁত হামলা চালানো সম্ভব। সাবমেরিন, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান সব জায়গা থেকেই এই ব্রহ্মোস উৎক্ষেপণ করা যায় আর তাই অ্যান্টিশিপ অভিযানের ক্ষেত্রে এই মিসাইল কাজে আসবে নৌবাহিনীর।

ব্রহ্মোস হচ্ছে একটি সুপারসনিক ক্রুজ মিসাইল। এই মিসাইল শব্দের চেয়ে প্রায় ২.৮-৩ গুণ দ্রুতগতিতে যেতে পারে। ব্রহ্মোস বিশ্বের সবথেকে দ্রুতগতিসম্পন্ন ক্রুজ মিসাইল (BrahMos Missile)। ২৯০ কিমি রেঞ্জের এই মিসাইলের ওয়ার হেডের ওজন ৩০০ কেজি এবং সামান্য ১০ মিটার উচ্চতা থেকেও গ্রাউন্ড টার্গেট চূর্ণ করতে পারে। এই মিসাইল তৈরি করা হয়েছে ল্যান্ড বেসড টার্গেটের কথা ভেবে। সম্প্রতি INS রাজপুত যুদ্ধজাহাজে বসানো হয়।

ব্রহ্মোস একটি দ্বি-পর্যায়ের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা DRDO এবং রাশিয়ার এনপিও ম্যাশিনোস্ট্রোয়েনিয়া যৌথভাবে তৈরি করেছে। ম্যাক 3 গতিতে ভ্রমণ করতে সক্ষম, ব্রহ্মোসকে বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইল বলা হয়।