Mohun Bagan: বেঙ্গালুরু বধের পর কী বলছেন বাগান সহকারি? জানুন

বৃহস্পতিবার সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে দেখা দিয়েছিল সবুজ-মেরুন (Mohun Bagan) ঝড়। নির্ধারিত সূচি অনুসারে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। শেষ পর্যন্ত ৪-০…

Mohun Bagan Assistant Coach Manuel Cascallana

বৃহস্পতিবার সন্ধ্যায় কান্তিরাভা স্টেডিয়ামে দেখা দিয়েছিল সবুজ-মেরুন (Mohun Bagan) ঝড়। নির্ধারিত সূচি অনুসারে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্টস। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে মেরিনার্সরা। গোল পেয়েছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু থেকে শুরু করে অনিরুদ্ধ থাপা সহ হেক্টর ইউৎসের মত ফুটবলাররা।

   

এই ম্যাচে জয় পাওয়ার ফলে ইন্ডিয়ান সুপার লিগের লিগশিল্ড জয়ের দৌড়ে এখনো টিকে থাকল সবুজ-মেরুন শিবির। পরবর্তী ম্যাচে তাদের ঘরের মাঠে লড়াই করতে হবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে।

এই ম্যাচে জয় পেলে লিগশিল্ড নিশ্চিত সবুজ-মেরুনের। এখন সেই দিকেই নজর সকলের। তবে নিজেদের অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট আশায় যথেষ্ট খুশি বাগান দলের সহকারি কোচ ম্যানুয়েল ক্যাসকালানা। পরবর্তীতে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল আমাদের ছেলেরা‌। তবে একটি মাত্র গোলেই আমরা এগিয়ে ছিলাম।

পরে ম্যাচের দ্বিতীয়ার্ধে টেকটিক্যালি খেলে আমরা বেঙ্গালুরু এফসিকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছি। তবে এখানেই সব শেষ নয়।‌ আগামী ম্যাচে নিজেদের ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিপক্ষে ও এই পারফরম্যান্স ধরে রাখতে চায় আমাদের ছেলেরা।

উল্লেখ্য, গত ফুটবল মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও অল্পের জন্য হাত থেকে ছিটকে গিয়েছিল টুর্নামেন্টের লিগশিল্ড। সেই আফশোস মেটাতেই এবার নিজেদের সেরাটা দেওয়ার লড়াই বাগান ব্রিগেডের।