ছেলে সবেমাত্র তৃতীয় শ্রেণিতে পড়ছে। আর তার জন্য প্রতি মাসে টিউশন ফি হিসেবে স্কুলকে ৩০ হাজার টাকা দিচ্ছেন বাবা। শুনতে অবাক লাগলেও (Viral News) একথা একেবারে ১০০ শতাংশ সত্যি! এখানেই শেষ নয়, প্রতি বছর স্কুলের ফি চক্রবৃদ্ধি সুদের মতো ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। অভিভাবক হিসেবে করে দেখেছেন, ছেলে যখন দ্বাদশ শ্রেণিতে পড়বে, সেই সময় মাসিক ফি দাঁড়াবে ৭৫ হাজার টাকা। এক্স হ্যান্ডেলে এই তথ্য তুলেছেন ধরেছেন গুরুগ্রামের উদিত ভাণ্ডারী।
গুরুগ্রামে রিয়েল এস্টেট ব্যবসায়ী উদিত এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমার ছেলের স্কুলের ফি ক্রমাগত বেড়েই চলেছে। বার্ষিক ১০ শতাংশ চক্রবৃদ্ধি হারে স্কুলের ফি বাড়ানো হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ এই ফি বৃদ্ধির বিষয়ে কাউকে পরোয়াই করে না। এই বিষয়ে অভিভাবকদের কোনওরকম ব্যাখ্যাও দেয় না তারা। নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে নিজেরাই ফি বাড়িয়ে দেয়। অভিভাবকরা ফি বৃদ্ধির বিষয়ে প্রতিবাদ করলে স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, অন্য স্কুলে সন্তানকে ভর্তি করুন।
আরেকটি পোস্টে উদিত লেখেন, আমি নিশ্চিত এই পোস্ট অনেকের মেরুদণ্ডে আঘাত করবে। আমার ছেলে গুরুগ্রামে অবস্থিত সিবিএসই বোর্ডের একটি নামকরা স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে। বাসভাড়া বাদ দিয়ে ওর স্কুলে মাসিক ফি ৩০ হাজার টাকা। বার্ষিক ১০ শতাংশ চক্রবৃদ্ধি হারে স্কুলের ফি বাড়ানো হলে সে যখন দ্বাদশ শ্রেণিতে উঠবে, তখন তার বার্ষিক ফি হবে প্রায় ৯ লক্ষ টাকা অর্থাৎ, মাসে প্রায় ৭৫ হাজার টাকা। উদিতের দুটি পোস্টই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। যদিও কোনও স্কুলে তাঁর ছেলে পড়ে, সে বিষয়ে কিছু জানাননি উদিত।
This post surely has hit a raw nerve! My son is in Grade 3 and it's a reputed CBSE school in Gurgaon. School fees is Rs. 30000/month including meals (excluding bus). If this continues to compound at 10% it would be nearly Rs. 9,00,000 per annum when he's in 12th.
— Udit Bhandari (@GurugramDeals) April 9, 2024
উদিতের পোস্ট ভাইরাল হতেই নেটিজেনদের অধিকাংশই তাঁকে সমর্থন করেছেন। উদিতের এক্স পোস্টের কমেন্টে সেকশনে কেউ লিখেছেন, দিল্লির মতো একই অবস্থা বেঙ্গালুরুর স্কুলগুলোর। আবার কেউ লিখেছেন, অবিলম্বে সরকারের এই বিষয়ে নজর দেওয়া উচিত। না হলে স্কুলের ফি এভাবেই লাগামছাড়া ভাবে বাড়িয়ে চলবে স্কুল কর্তৃপক্ষ।