Jalpaiguri:আইন মেনেই জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির টাকা পাঠাল রাজ্য

নির্বাচনের বিধি মেনেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির টাকা পাঠাল রাজ্য। বিপর্যয় মোকাবিলা দপ্তরের মাধ্যমে এই টাকা পাঠিয়েছে রাজ্য। কিছুদিন আগে মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড…

jalpaiguri

নির্বাচনের বিধি মেনেই ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির টাকা পাঠাল রাজ্য। বিপর্যয় মোকাবিলা দপ্তরের মাধ্যমে এই টাকা পাঠিয়েছে রাজ্য। কিছুদিন আগে মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় প্রচুর ঘরবাড়ি। দুর্দশার করুন চিত্র ফুটে ওঠে। চলে রাজনৈতিক টালবাহানা। কিন্তু অবশেষে বৃহস্পতিবার থেকে ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকেছে বলে জানা গিয়েছে।

কিছুদিন আগেই কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, ময়নাগুড়ির বিস্তৃর্ণ এলাকা। রাতেই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাঁড়িয়ে উদ্ধারকাজ পরিচালনা করেন, ঘোষণা করেন ক্ষতিগ্রস্তদের নতুন বাড়ি তৈরি করে দেওয়া হবে। কিন্তু যেহেতু এখন আদর্শ নির্বাচনী বিধি কার্যকর তাই রাজ্য চাইলেই সরাসরি টাকা পাঠাতে পারে না। নিতে হয় নির্বাচন কমিশনের অনুমতি। কিন্তু সেই অনুমতি দিতে রাজি হয় না নির্বাচন কমিশন। শুরু হয় রাজনৈতিক তর্ক-বিতর্ক।

কিন্তু নির্বাচন কমিশন জানায় বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে। অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ৫ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ২০ হাজার টাকা। সেই টাকায় আজ বৃহস্পতিবার পাঠানোর কাজ শুরু করল প্রশাসন। ক্ষতিগ্রস্ত ৬৩২ টি পরিবারের মধ্যে ৪৪০ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ২০ হাজার টাকা। যদিও প্রশাসনের উদ্যোগে কুড়ি হাজার টাকা করে পেলেও খুশি নন ক্ষতিগ্রস্তরা।