Accident: স্কুল বাস দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৬ খুদের

  ঈদের মতো পবিত্র দিনে দেশে এক বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল। উল্টে গেল স্কুল পড়ুয়া বোঝাই বাস। মৃত্যু হল বহু শিশুর। হরিয়ানার মহেন্দ্রগড়ের কানিনার…

Accident: স্কুল বাস দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ৬ খুদের

 

ঈদের মতো পবিত্র দিনে দেশে এক বড় দুর্ঘটনা (Accident) ঘটে গেল। উল্টে গেল স্কুল পড়ুয়া বোঝাই বাস। মৃত্যু হল বহু শিশুর। হরিয়ানার মহেন্দ্রগড়ের কানিনার উনহানি গ্রামের কাছে একটি স্কুল বাস উল্টে যায়। এই দুর্ঘটনায় অন্ততপক্ষে ছয়জন শিশু মারা গেছে এবং ১৫ জন গুরুতর আহত হয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

স্কুল বাসটি কানিনায় অবস্থিত জিএলপি স্কুলের। আহতদের চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে গুরুতর আহত শিশুদের রেওয়ারিতে রেফার করা হয়েছে। জানা গিয়েছে, ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে বাসচালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ বাস চালককে হেফাজতে নিয়েছে এবং তাকে চিকিৎসার জন্য মহেন্দ্রগড় সিভিল হাসপাতালে পাঠিয়েছে।

Advertisements

এই ঘটনায় বড় মন্তব্য করেছেন হরিয়ানার শিক্ষামন্ত্রী সীমা ত্রিখা। তিনি বলেন, ‘আমি জেলা প্রশাসক ও শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি এবং আমাকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।’ কিছুক্ষণ পর তিনিও ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান তিনি।