Thakurbari: বড়মা বীণাপানির ঘর দখলকে কেন্দ্র করে তুলকালাম ঠাকুরবাড়ি

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি বলে কথা৷ সেই উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বারুনী স্নানে কয়েক লক্ষ মতুয়া ভক্তের সমাগম হয়েছিল ঠাকুরবাড়ির (Thakurbari) উঠানে। কামনা সাগরে স্নান…

Thakurbari Abuzz with Excitement Over Barama Veenapani's House Encroachment Issue"

short-samachar

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি বলে কথা৷ সেই উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও বারুনী স্নানে কয়েক লক্ষ মতুয়া ভক্তের সমাগম হয়েছিল ঠাকুরবাড়ির (Thakurbari) উঠানে। কামনা সাগরে স্নান পর্ব, হরিগুরু চাঁদ মন্দিরে পূজা পর্ব, অনুদান পর্ব সবই চলছিল একেবারে নিয়মমাফিক। এরই মধ্যে ছন্দ কাটল রবিবার সন্ধ্যায়।

   

প্রসঙ্গত, গত কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন মতুয়া ধর্মের অন্যতম প্রাণপুরুষ পি আর ঠাকুরের স্ত্রী বড়মা বীণাপাণি দেবী। মারা যাওয়ার আগ পর্যন্ত এক চিলতে টিনের চালায় কাটে বড়মার জীবদ্দশা। ভক্তের কাছে ভগবান আর মতুয়াদের কাছে মা বীণাপাণি দেবী। কংক্রিটের দেওয়াল ছেড়ে শনিবার বেশিরভাগ মতুয়া ভক্তদের অভিমুখ ছিল বড়মার ফেলে যাওয়া এক চিলতে টিনের চালে। ওইদিন ঠাকুরবাড়ির বড় বৌমা মমতা বালা অবশ্য সেই ঘরেই ঠাঁই বসে ছিলেন দিনভর । অগণিত মতুয়া ভক্তদের কাছে প্রণাম গ্রহণ, ভাব বিনিময় সেখানে বসেই সাঙ্গ করেন মমতা বালা। কিন্তু বড়মার বাড়ি কি মধুর হাড়ি? আর তাই নিয়ে রবিবার সন্ধ্যায় তুলকালাম ঠাকুর বাড়ি।

এদিন সন্ধ্যায় বড়মার সেই ফেলে যাওয়া টিনের চালা দখল করাকে কেন্দ্র করে প্রথমে বচসা পরে হাতাহাতিতে জরালো তৃণমূল ও বিজেপি পন্থী মতুয়া ভক্তরা। মমতা ঠাকুরের অভিযোগ শান্তনু ঠাকুরের নিরাপত্তায় থাকা আধা সামরিক বাহিনী দাঁড়িয়ে থাকা অবস্থায় শান্তনুর অনুগামীরা এসে জোর করে সাবল ও হাতুড়ি মেরে তালা ভেঙে বড়মার ঘরের দখল নিয়েছে। পাশাপাশি তার আরও অভিযোগ পি.আর ঠাকুর ওরফে প্রমথ রঞ্জন ঠাকুরের স্মৃতি ভবনেও হামলা চালিয়েছে শান্তনু ঠাকুরের অনুগামীরা। ভেঙে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শান্তনু বলেন, দীর্ঘদিন ধরে এই ঘরে আমাদের ঢুকতে দেওয়া হয়না। সে কারণেই আজকে এই পরিস্থিতি। এ বিষয়ে বনগাঁর পুলিশ সুপার বলেন, নির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাতেই গাইঘাটা থানায় অভিযোগ জানানোর তোড়জোড় শুরু করেন মমতা বালা৷ পরিস্থিতি যে বেশ উত্তেজনা পূর্ণ তা এদিন সোশ্যাল মিডিয়াই ভাইরাল হওয়া ছবিতে বেশ স্পষ্ট। সেই ছবিতে দেখা যাচ্ছে শান্তনু ঠাকুর ও তার অনুগামীরা বড়মা বীণাপাণি ঠাকুরের ঘরের তালা ভাঙছে।  তবে এ ছবির সত্যতা যাচাই করেন সংবাদ মাধ্যম। তবে যে যাই বলুক এমনিতে সিএএ ইস্যুতে আড়াআড়ি বিভক্ত গোটা মতুয়া সমাজ।  তার মধ্যেই রবিবার সন্ধ্যার ঘটনা ঠাকুরবাড়ির রাজনীতিতে আগুনে ঘৃতাহুতি তা বলাই বাহুল্য।