অবশেষে নীরবতা ভাঙল ইস্টবেঙ্গল।(East Bengal)। ক্লাবের পক্ষ থেকে জানানো হল নন্দকুমার শেখর (Nandakumar Sekhar) সম্পর্কে আপডেট। নন্দকুমারের চোট রয়েছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ফুটবলারের চোট সংবাদের কথা জানিয়েছে ক্লাব।
মরসুমের অর্ধেক পথ অতিক্রম করেছে ইস্টবেঙ্গল। আন্তর্জাতিক বিরতরি পর শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। চলতি মরসুমে লাল হলুদ শিবিরের হয়ে অন্যতম ধারাবাহিক ফুটবলার নন্দকুমার। বেশ কিছু ম্যাচে গোল করে দলের মুখরক্ষা করেছেন। গোল রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে। চলতি ইন্ডিয়ান সুপার লিগে গোল করার ব্যাপারে ভারতীয় ফুটবলারদের মধ্যে নন্দ অন্যতম সেরা ফুটবলার। সেই তাঁকে নিয়েই ধারাবাহিকভাবে চলছিল জল্পনা।
Mohun Bagan: মোহনবাগান হেরে চাপে ফেলল ইস্টবেঙ্গলকে
কলকাতা ময়দানের ইতিউতি নন্দকুমারকে নিয়ে উঠতে শুরু করেছিল প্রশ্ন। বিগত কয়েক দিন ধরে নন্দকুমারকে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। অনুশীলনে দেখা যাচ্ছিল না তাঁকে। এরপরেই প্রশ্ন উঠেছ নন্দ কোথায়? নন্দকুমার শেখরকে নিয়ে শোনা যাচ্ছিল একাধিক মতামত। কেউ বলছিলেন নন্দকুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে, কারও মত ছিল তিনি অসুস্থ। ঠিক কোন কারণে তিনি অনুশীলনে অনুপস্থিত ছিলেন সে ব্যাপারে পাওয়া যাচ্ছিল না কোনও সদুত্তর।
🚨 𝐂𝐋𝐔𝐁 𝐒𝐓𝐀𝐓𝐄𝐌𝐄𝐍𝐓 🚨 pic.twitter.com/IUthH6m3l9
— East Bengal FC (@eastbengal_fc) April 1, 2024
অবশেষে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানানো হয়েছে, নন্দকুমার শেখর আপাতত রয়েছেন রিকভরাসি সেশনে।