MS Dhoni: বিরাট, রোহিত, রায়না সবার রেকর্ড ভেঙে দিয়েছেন ধোনি

রবিবার (IPL 2024) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস (CSK vs DC) পরাজিত হলেও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁর ঝড়ো ইনিংস দিয়ে সবার মন…

ms dhoni broke some ipl 2024 records

রবিবার (IPL 2024) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস (CSK vs DC) পরাজিত হলেও মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) তাঁর ঝড়ো ইনিংস দিয়ে সবার মন জয় করেছেন। আট নম্বরে ব্যাট করতে নেমে ধোনি ২৩১.২৫ স্ট্রাইক রেটে ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। ৪টি চার ও ৩টি ছক্কা রয়েছে তাঁর এই ইনিংসে। দ্রুত গতির এই ইনিংসে সুবাদে অনেক বড় রেকর্ড গড়েছেন তিনি।

Advertisements

১৬ বলে ৩৭ রানের ইনিংসের সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ভারতীয় খেলোয়াড়দের তালিকায় সুরেশ রায়নাকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন ধোনি। এই ফরম্যাটে ধোনির ছক্কার সংখ্যা এখন ৩২৮টি, রায়নার নামে ৩২৫টি ছক্কা রয়েছে। ধোনির চেয়ে এগিয়ে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

   

IPL 2024: চেন্নাইকে হারানোর পরেও পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা

এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর নিরিখে বিরাট কোহলিকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছেন মাহি। আইপিএলে ধোনি ২৪২টি ছক্কা হাঁকিয়েছেন, কোহলি মেরেছেন ২৪১টি। টি-টোয়েন্টিতে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ৭০০০ রান পূর্ণ করেছেন ধোনি। এশিয়ার প্রথম ও বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তাঁর আগে এই তালিকায় রয়েছেন কেবল কুইন্টন ডি কক ও জস বাটলার।

ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড়দের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন ধোনি। এই ইনিংসের মাধ্যমে ধোনির মোট করেছেন ৭ হাজার ৩০৮ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৭,২৭২ রান করা রবিন উথাপ্পার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৯তম ওভার ও ২০তম ওভারে ১০০টি ছক্কা হাঁকিয়েছেন ধোনি। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ৫৭টি ছক্কা হাঁকানো কাইরন পোলার্ড।

Advertisements

IPL 2024: ইংল্যান্ডের অলরাউন্ডারের জায়গায় নিউজিল্যান্ডের পেসারকে দলে নিল লখনউ

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবিবারের ম্যাচে আনরিখ নর্টজের করা ২০তম ওভারে ২০ রান তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ২০তম ওভারে সবচেয়ে বেশি ২০ বা তার বেশি রান করার রেকর্ড গড়েছেন তিনি। নবমবারের মতো এই কীর্তি গড়ে রোহিত শর্মাকে (৮) পিছনে ফেলে দিয়েছেন অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক।