CPI: বন্ধু রাহুলের সামনে বউকে ঠেলে দিলে? ঘরে-বাইরে মুখঝামটা খাচ্ছেন ডি রাজা

রাজনৈতিক মহলের মিষ্টিমধুর চর্চা-নিজের বউকে বন্ধুর সামনে ঠেলে দিয়েছেন সিপিআই (CPI) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজা! কটাক্ষ উড়ে আসছে বাম শিবির থেকেই। কেরলের বাম শিবিরের…

রাজনৈতিক মহলের মিষ্টিমধুর চর্চা-নিজের বউকে বন্ধুর সামনে ঠেলে দিয়েছেন সিপিআই (CPI) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজা! কটাক্ষ উড়ে আসছে বাম শিবির থেকেই। কেরলের বাম শিবিরের (এলডিএফ) অনেক নেতা প্রকাশ্যেই ছুঁড়ছেন মজার মজার মন্তব্য। সেসব নীরবে গায়ে মাখছেন ডি রাজা। তাঁর স্ত্রী অ্যানি রাজা কেরলের ওয়েনাড কেন্দ্রের সিপিআই (CPI) প্রার্থী। তাঁর সাথেই মূল লড়াই হতে চলেছে এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ও গতবারের সাংসদ রাহুল গান্ধীর।

কেরল রাজ্যটি INDIA মঞ্চের চরম বিড়ম্বনা। কারণ এ রাজ্যের শাসকপক্ষ তথা এলডিএফ জোট ও বিরোধীপক্ষ কংগ্রেসের মূল লড়াই হচ্ছে ২০টি লোকসভা আসনে। বিজেপি এ রাজ্যে রাজনৈতিক জমি খুঁজে পায়নি। রাজ্যটিতে পরপর দুবার বাম জোটের ক্ষমতা ধরে রেখেছে। এ রাজ্যের ক্ষমতাসীন বাম জোটের মূল শরিক CPIM আর ছোট শরিক CPI

   

ওয়েনাড কেন্দ্রটিতে কংগ্রেস বিশেষ শক্তিশালী।  গত তিনটি লোকসভা নির্বাচনে ওয়েনাড থেকে কংগ্রেস জিতেছ। প্রতিবারই তাদের কাছে পরাজিত হয়েছে সিপিআই।

ওখান লোকসভা কেন্দ্রে গত তিনটি লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের ব্যবধান ২০ হাজার থেকে ৪ লক্ষ ভোট দেখা গেছে। সর্বশেষ গত ২০১৯ লোকসভা ভোটে ওয়েনাড থেকে রাহুল গান্ধী জয়ী হন ৪ লাখ ৩১ হাজার ৭৭৭টি ভোটের ব্যবধানে। পরাজিত হন সিপিআইয়ের পিপি সুনের। এবার অ্যানি রাজাকে ওয়েনাড থেকে প্রার্থী করে সিপিআই চমক দেয়। তিনি কেরলেরই বাসিন্দা।

রাহুল গান্ধী গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের ঐতিহ্যবাহী আসন আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে  পরাজিত হন। রাহুল এই কেন্দ্রে ২০০৪-২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস সাংসদ ছিলেন। তবে সেই নির্বাচনে কেরলের ওয়েনাড থেকে জয়ী হয়ে সাংসদ তকমা ধরে রাখেন রাহুল গান্ধী।