লোকসভা ভোটে কোন দল কত আসন পাবে? সেই নিয়ে আবারো একবার ভবিষ্যৎবাণী করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আজ রবিবার নিজের এক্স হ্যান্ডেলে নতুন করে বোমা ফাটালেন কুণাল।
তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল এবার বাংলায় ৩০-৩৫ আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে ৫৮-৬২% ভোট তৃণমূলের। বিজেপির ভোট % কমবেশি ৩০ থেকে ৩২। আসন ৫ থেকে ১১-র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন ০। ২৪.৩.২৪-এর পরিস্থিতি অনুযায়ী।’
.@MamataOfficial র নেতৃত্বে @abhishekaitc র সেনাপতিত্বে @AITCofficial এবার বাংলায় 30-35 আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে 58 – 62% ভোট তৃণমূলের। বিজেপির ভোট % কমবেশি 30-32। আসন 5 থেকে 11 র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন 0।
* 24/3/24 এর পরিস্থিতি অনুযায়ী।— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 24, 2024