লোকসভা ভোটের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিকে ঘিরে সরগরম হয়ে রয়েছে দেশ। দফায় দফায় দেশজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন আপ কর্মী, সমর্থকেরা। এরই মাঝে বড় সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোট (INDIA Alliance)। আজ রবিবাসরীয় দুপুর ১টায় ইন্ডিয়া জোট বড় সাংবাদিক সম্মেলন করতে চলেছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি সংক্রান্ত ইস্যুতে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। আপ এবং কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের অন্যান্য দলের নেতারা এতে অংশ নেবেন। এদিকে সকাল ১১টায় ইতিমধ্যে আম আদমি পার্টির প্রথম বড় বৈঠক হয়। এই বৈঠকে সম্পাদক সন্দীপ পাঠক দলের সমস্ত নেতা, বিধায়ক, কাউন্সিলর এবং পদাধিকারীদের নিয়ে বৈঠকে দলের ভবিষ্যতের কৌশল নিয়ে আলোচনা হয়।
আজ ইডি হেফাজত থেকে অরবিন্দ কেজরিওয়াল শহরের প্রশাসন নিয়ে প্রাথমিক নির্দেশিকা জারি করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী জলমন্ত্রী অতিশীকে দিল্লির কয়েকটি এলাকায় জল ও নিকাশি সংক্রান্ত সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন।
Leaders of INDIA alliance, including that of AAP, to hold a press conference today in Delhi over the arrest of CM Arvind Kejriwal.
— ANI (@ANI) March 24, 2024