Sunil Chhetri: সুনীল ছেত্রীকে সম্মানিত করতে চলেছে AIFF

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) ভারতীয় সিনিয়র পুরুষ দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) সম্মান জানাতে চলেছে। আগামী ২৬ মার্চ, মঙ্গলবার আসামের গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে…

Sunil Chhetri AIFF

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) ভারতীয় সিনিয়র পুরুষ দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) সম্মান জানাতে চলেছে। আগামী ২৬ মার্চ, মঙ্গলবার আসামের গুয়াহাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ রয়েছে। এদিন সুনীল তাঁর ক্যারিয়ারের ১৫০তম সিনিয়র আন্তর্জাতিক ম্যাচ খেলবেন বলে আশা করা হচ্ছে।

ছেত্রীর কৃতিত্বের বিষয়ে মন্তব্য করতে গিয়ে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, “এটি একটি বিস্ময়কর এবং স্মরণীয় মুহুর্ত। ২০০৫ সাল থেকে এই মুহুর্ত প্রত্যক্ষ করার জন্য আমরা অপেক্ষা করেছি। ছেত্রীর ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলা একটি অসাধারণ কৃতিত্ব যা ভারতীয় ফুটবলের জন্য নিঃসন্দেহে একটি মাইল ফলক। সুনীল একজন দুর্দান্ত প্রভাবশালী ফুটবলার, যিনি লক্ষ লক্ষ মানুষকে এই সুন্দর খেলাটির প্রতি অনুপ্রাণিত করেছেন। আন্তর্জাতিক ফুটবলে এই উচ্চতায় পৌঁছনোর জন্য আমি ছেত্রীকে অভিনন্দন জানাচ্ছি।”

এআইএফএফের কার্যনির্বাহী সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেছেন, “অনেক ফুটবল অনুরাগীদের চোখে সুনীল ছেত্রী ভারতীয় পুরুষ জাতীয় দলের প্রায় সমার্থক। কথাটা প্রায় সত্যি বলেই ধরে নেওয়া যায়। দারুণ ফুটবলার, ঠাণ্ডা মাথার অধিনায়ক এবং ভালো মানের স্ট্রাইকার। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তাঁর ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে তাঁকে সম্মান জানানোর ব্যাপারে গর্বিত। আমরা আন্তরিকভাবে আশা করি ছেত্রী ভবিষ্যতেও একইভাবে ভারতীয় ফুটবলের সেবা করে যাবেন।”

২০০৫ সালের ১২ জুন কোয়েটায় পাকিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে সুনীল ছেত্রী প্রথম সিনিয়র জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ১-১ ব্যবধানে ড্র হওয়া ম্যাচে ভারতের হয়ে গোল করেছিলেন তিনি। তারপর থেকে দেশের হয়ে ১৪৯ ম্যাচে রেকর্ড ৯৩ গোল করেছেন সুনীল ছেত্রী।