AAP: রবিবার দিল্লি জুড়ে আম আদমি পার্টির বিক্ষোভ কর্মসূচী

গত বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে ছয় দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর এই…

app protest

গত বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে ছয় দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আর এই গ্রেফতারির পর থেকেই রাজ্য রাজনীতি উত্তাল। আপ সমর্থকরা ক্ষোভে ফুঁসছে। অন্যদিকে বিরোধী দলগুলো এই গ্রেফতারির তীব্র সমালোচনা করেছে। রবিবার সারা দিল্লি জুড়ে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেছে আম আদমি পার্টি।

আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছেন আপ সুপ্রিমো। তিনিই ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যিনি তাঁর পদে থাকালীন গ্রেফতার হয়েছেন এবং তারপরেও জেল থেকে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে সারা দিল্লি জুড়ে পুলিশি পাহাড়া বাড়ানো হয়েছে। বিশেষত বিজেপির সদর দপ্তরের সামনে, ইডি অফিসের বাইরে এবং ইনকাম ট্যাক্স দপ্তরের সামনে আঁটোসাঁটো নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।

আপ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির স্বৈরচারিতা এবং কেজরিওয়ালের ভুয়ো গ্রেফতারির জন্য এই সারা দিল্লি জুড়ে প্রতিবাদ মিছিল হবে। যদিও এই মিছিল নিয়ে আগে থেকেই সতর্ক দিল্লি পুলিশ। তারা ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্যারামিলিটারিকেও তৈরি রাখা হয়েছে।