আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL 2024)। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অনেক খেলোয়াড়। এই তালিকায় নাম রয়েছে গুজরাট টাইটান্সের। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন গুজরাট টাইটান্সের তারকা বোলার মহম্মদ শামি। শামির বদলি ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে আইপিএলের এই দল।
গত বছর দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছিল মহম্মদ শামিকে। আইপিএল ২০২৩-এ সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে শীর্ষে ছিল শামির নাম। শুধু তাই নয়, বিশ্বকাপে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। কিন্তু এরই মধ্যে গুরুতর চোট পেয়ে সম্প্রতি অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। যার জেরে আইপিএল ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছেন তিনি।
আইপিএলে মহম্মদ শামির পরিবর্তে গুজরাট সন্দীপ ওয়ারিয়রকে চূড়ান্ত করেছে গুজরাট টাইটান্স। ২০২১ সালে আইপিএলে অভিষেক হওয়া সন্দীপ এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছেন।
🚨 UPDATE 🚨@gujarat_titans name Sandeep Warrier as replacement for Mohd. Shami; @mipaltan add Kwena Maphaka to squad for the injured Dilshan Madushanka.
Details 🔽 #TATAIPLhttps://t.co/hz4mEzdVNb
— IndianPremierLeague (@IPL) March 20, 2024
আইপিএল তাদের বিবৃতিতে শামির বদলি ক্রিকেটার সম্পর্কে তথ্য প্রদান করেছে। শামির পরিবর্ত হিসেবে ৩২ বছর বয়সী সন্দীপ ওয়ারিয়রকে দলে নিয়েছে গুজরাট। ওয়ারিয়র ৫০ লক্ষ টাকার বেস প্রাইস নিয়ে দলের সাথে যুক্ত হয়েছেন।