IPL 2024: ৪০টি বাউন্সার! এবারের আইপিএলে নতুন নিয়ম

শুক্রবার (২২ মার্চ) থেকে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)। ভক্তদের উৎসাহ ইতিমধ্যে তুঙ্গে। খেলার রোমাঞ্চ আরও বাড়াতে আসন্ন সিজনে দেখা যাবে নতুন…

IPL 2024 New Rule

শুক্রবার (২২ মার্চ) থেকে শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024)। ভক্তদের উৎসাহ ইতিমধ্যে তুঙ্গে। খেলার রোমাঞ্চ আরও বাড়াতে আসন্ন সিজনে দেখা যাবে নতুন নিয়ম। ১৭ বছরের ইতিহাসে প্রথমবার এই বিশেষ নিয়ম প্রযোজ্য হতে চলেছে আইপিএলে। এতে বোলাররা বাড়তি সুবিধা লাভ করবেন।

এর আগে সদ্য সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এই বিশেষ নিয়ম লাগু করেছিল ভারতীয় ক্রিকেট নিয়ামক বোর্ড বিসিসিআই। এবার প্রথমবারের মতো আইপিএলেও এই নিয়ম ব্যবহার করা হবে। সাধারণত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে কাঁধের ওপরে দুটি বাউন্সার বৈধ বলে গণ্য হয় না। তবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে এক ওভারে দুটি বাউন্সার বৈধ। এবার আইপিএলে প্রথমবার আসন্ন মরসুমে এক ওভারে দুটি বাউন্সার দিতে পারবেন বোলাররা। নতুন এই নিয়মে বোলাররা দারুণ লাভবান হতে পারেন। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি বল গুরুত্বপূর্ণ। প্রতি ওভারে দু’টি করে বাউন্সার ধরলে এক ইনিংসে সর্বোচ্চ ৪০টি বাউন্সার ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে।

   

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে দুই বাউন্সারের নিয়ম সম্প্রতি বৈধতা দিয়েছে বিসিসিআই। ঘরোয়া প্রতিযোগিতায় এর আগে এই নিয়ম ব্যবহার করা হয়েছিল। এবার আইপিএলেও এই নিয়ম লাগু করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে আইসিসির আদলে স্টাম্পিং ও ক্যাচ ধরার ডিআরএস ব্যবহারের নিয়মকে এখনই মান্যতা দিচ্ছে না বিসিসিআই।

বোর্ডের মতে, স্টাম্পিংয়ের আগে ক্যাচ চেক না করলে ফিল্ডিং সাইডের জন্য বিষয়টা ভুল হবে। যদিও আইসিসি জানিয়েছিল, ফিল্ডিং দল যদি স্টাম্পিংয়ের জন্য আবেদন করে, তাহলে থার্ড আম্পায়ার স্টাম্পিংয়ের রিভিউ নেবেন। ক্যাচ চেক করতে ডিআরএস নিতে হবে দলকে। কিন্তু আসন্ন আইপিএল মরশুমে এই নিয়ম কার্যকর করবে না বিসিসিআই। এছাড়াও স্টপ ক্লক নিয়ম আইপিএলে দেখা যাবে না। প্রতিটি দলে এক ইনিংসে দুটি করে রেফারেল থাকবে। গত মরসুমের মতো ওয়াইড এবং নো বলগুলিতেও রেফারেল নেওয়া যেতে পারে।