Building Collapsed: গার্ডেনরিচের ছায়া এবার দিল্লিতে, বহুতল ভেঙে পড়ে অনেকের মৃত্যু

গার্ডেনরিচকাণ্ডের ক্ষত এখনও অবধি মানুষের মন থেকে যায়নি। এরই মাঝে ভেঙে পড়ল আরও একটি বহুতল (Building Collapsed)। মৃত্যু হল অনেকের। জানা গিয়েছে, পূর্ব দিল্লির ওয়েলকাম…

গার্ডেনরিচকাণ্ডের ক্ষত এখনও অবধি মানুষের মন থেকে যায়নি। এরই মাঝে ভেঙে পড়ল আরও একটি বহুতল (Building Collapsed)। মৃত্যু হল অনেকের। জানা গিয়েছে, পূর্ব দিল্লির ওয়েলকাম এলাকার কবির নগরে একটি পুরনো বাড়ি ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় দু’জন মারা গিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। এহেন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার-বৃহস্পতিবার গভীর রাতে।

জানা গিয়েছে, রাত ২.১৬ মিনিটে পুলিশ ঘটনার খবর পায়। এই প্রসঙ্গে পুলিশের ডেপুটি কমিশনার (এলাকা) জয় তিরকে জানিয়েছেন, দুর্ঘটনায় আরশাদ (৩০) ও তৌহিদ (২০) নামে আরও শ্রমিক নিহত হয়েছেন এবং রেহান (২২) নামে আরেক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে। পুলিশ সূত্রে খবর, রাত ২টো ১৬ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। ভবনের প্রথম তলা ফাঁকা ছিল এবং নিচতলাটি কিছু কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল।

এদিকে বহুতলটি ধসে পড়ার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনজন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ভবনের বহুতলের নাম শহিদ। তাকে খোঁজা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে হাজির রয়েছে এনডিআরএফ।