Rainfall: বাংলায় অশনি সংকেত, বঙ্গে টানা বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা

ধেয়ে আসছে কালবৈশাখী। সেইসঙ্গে জায়গায় জায়গায় ঝেঁপে বৃষ্টি (Rainfall) নামবে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফর। দোসর হবে শিলাবৃষ্টিও। আজ সোমবার থেকে নতুন করে…

Rainfall: বাংলায় অশনি সংকেত, বঙ্গে টানা বৃষ্টি সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা

ধেয়ে আসছে কালবৈশাখী। সেইসঙ্গে জায়গায় জায়গায় ঝেঁপে বৃষ্টি (Rainfall) নামবে বলে পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফর। দোসর হবে শিলাবৃষ্টিও। আজ সোমবার থেকে নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া অফিস।

আজ কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত আগামী ২৩ মার্চ অবধি বাংলাজুড়ে দাপট চলবে ঝড় বৃষ্টির বলে খবর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, সোমবার কলকাতা সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়।

Advertisements

শুধুমাত্র বৃষ্টিতেই ক্ষান্ত হবে না। বজ্রবিদ্যুৎ সহ জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া। ইতিমধ্যে উল্লেখিত জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।