Champions League: ১,৩০৬ দিন পর চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

অপেক্ষার অবসান। চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ষোলোর ফিরতি লেগে নাপোলির বিপক্ষে জয়ের মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার শেষ আটে জায়গা করে নিয়েছে বার্সেলোনা।…

Barcelona Ends Quarter-final

অপেক্ষার অবসান। চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) শেষ ষোলোর ফিরতি লেগে নাপোলির বিপক্ষে জয়ের মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার শেষ আটে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। ২০২০ সালের ১৪ আগস্টের পর এই প্রথম, ঠিক তিন বছর ছয় মাস এবং ২৭ দিন আগে (১,৩০৬ দিন) ফুটবলের এই উচ্চতায় খেলেছিল বার্সেলোনা। এবার আরও একবার ইউরোপের সেরা আট দলের একটি হিসেবে মাঠে নামবে ব্লাউগ্রেনরা।

কোভিড-১৯ অতিমারির কারণে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২০১৯-২০ মরসুমের কোয়ার্টার ফাইনাল বার্সেলোনার পক্ষে সুখকর ছিল না। পরের মরসুমে বার্সা পিএসজির বিপক্ষে রাউন্ড অফ ১৬-তে পরাজিত হয়েছিল। অন্যদিকে গত দুই মরসুমে বার্সেলোনাকে ইউরোপা লিগে প্রতিযোগিতা করতে হয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগের বদলে ইউরোপা লিগে অংশ নেওয়া ক্লাবের পক্ষে খুব একটা সম্মানের ছিল না।

   

এফসি বার্সেলোনা ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ১৩ টি কোয়ার্টার ফাইনাল খেলে প্রতিযোগিতায় ইতিহাস তৈরি করেছিল। যা ইউরোপিয়ান ফুটবলে এখনও একটি রেকর্ড। বার্সেলোনা কোয়ার্টার ফাইনালের শেষ হোম ম্যাচ খেলেছিল ১৬ এপ্রিল ২০১৯-এ, ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে।

চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে গোল তিনটি করেছেন যথাক্রমে ফের্মিন লোপেজ, জোয়াও ক্যানসেলো, রোবার্ট লেওয়ানডস্কি। কাতালান কাতালান ক্লাবটির স্বপ্ন এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা।