CAA: সিএএ কার্যকর করায় নয়াদিল্লির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

দেশজুড়ে কার্যকর হয়ে গিয়েছে সিএএ (CAA)। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আজ হাবরায় দাঁড়িয়ে মমতা (Mamata Banerjee) বলেন, ‘অশান্তি…

cm mamata banerjee will hold meeting with dm sp-s chairmen of municipalities and secretaries

দেশজুড়ে কার্যকর হয়ে গিয়েছে সিএএ (CAA)। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। আজ হাবরায় দাঁড়িয়ে মমতা (Mamata Banerjee) বলেন, ‘অশান্তি পাকানো চেষ্টা করছে বিজেপি। সাবধানে থাকতে হবে। কেন্দ্র যে সিএএ নিয়ে ঘোষণা করেছে তাঁর বৈধতা নিয়ে সন্দেহ আছে। পুরোটাই ভাঁওতা। অধিকার কেড়ে নেওয়ার খেলা চলছে। লুডো খেলছে দল। কেউ বঞ্চত হলে আমি আশ্রয় দেব। আবেদন করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। সিএএ, এনআরসির সঙ্গে যুক্ত।’

ইতিমধ্যে নাগরিকতা পেতে কেন্দ্রের তরফে একটি পোর্টাল চালু করা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, ‘আবেদনকারীদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। লোকসভা ভোটের আগে প্রতারণা, ছলনা করছে বিজেপি। সিএএ নিয়ে কোনও স্বচ্ছতা নেই। ভোটের আগে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। বাংলা থেকে আমি কাউকে বিতাড়িত হতে দেবো না। কেউ দরখাস্ত করলেই কিন্তু অবৈধ নাগরিক হয়ে যাবেন আপনারা। রমজান শুরুর দিনেই সিএএ লাগু হল, গোটাটাই কিন্তু ইচ্ছাকৃত। বিজেপি সবাইকে ধাপ্পা দিচ্ছে। সবটাই রাজনীতির খেলা চলছে।’