২০২৪ সালের লোকসভা ভোটের আগে বাংলার রাজনৈতিক আবহাওয়া আরও গরম করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এবার তিনি এমন এক মন্তব্য করলেন যা শুনে সকলেই এক কথায় থ হয়ে গিয়েছেন।
আজ শুক্রবার মুর্শিদাবাদে কংগ্রেস সাংসদ বলেন, “প্রধানমন্ত্রী মোদী কী করেন, সাধারণ মানুষকে তা জিজ্ঞাসা করুন। আয়নার সামনে দাঁড়িয়ে মানুষকেও প্রশ্ন করা উচিত, আয়না তাদের বলবে… রাহুল গান্ধী পাঁচটি লক্ষ্য স্থির নিয়েছেন যেখানে তিনি কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এবং বেকারদের জন্য স্টার্টআপগুলির গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। রাহুল গান্ধী কর্ণাটক, রাজস্থানের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছেন। আমরা হেরে যেতে পারি কিন্তু আমরা আমাদের প্রতিশ্রুতিতে অটল থাকি।”
আজ আন্তর্জাতিক নারী দিবসের দিন ১০০ টাকা ঘরোয়া গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, ‘এত বছর ধরে লুটপাটের পর যখন মহিলাদের অবস্থা ভাল ছিল না, তখন প্রধানমন্ত্রী মোদী এলপিজি সিলিন্ডারের দাম কমানো কথা ভেবেছেন। যখন নির্বাচন ঘনিয়ে আসছে, তখন এটি এক ধরণের ঘুষ যা প্রধানমন্ত্রী মোদী দিয়েছেন। এটি ব্যালট বাক্সে প্রতিফলিত হবে এই আশায় এরকম ঘোষণা করেছেন মোদী।’
#WATCH | Murshidabad, West Bengal: MP & Congress leader in Lok Sabha Adhir Chowdhury says, “… What PM Modi does, ask this to common people. People should also ask themselves while standing in front of the mirror, the mirror will tell them… Rahul Gandhi has taken ‘Paanch Pran’… pic.twitter.com/AKQznv4u70
— ANI (@ANI) March 8, 2024