ওডিশা এফসির বিপক্ষে গত ম্যাচে এগিয়ে থেকেও আসেনি জয়। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের বিপক্ষে কলিঙ্গের বুকে শেষ হাসি হেসেছিল সার্জিও লোবেরার ছেলেরা। এই জয়ের ফলে একদিকে যেমন পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের মজবুত করেছিল গতবারের সুপার কাপ জয়ীরা।
অন্যদিকে, এই ম্যাচ হেরে আইএসএলের প্লে অফে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে এবারের সুপার কাপ জয়ীরা। বর্তমানে যা পরিস্থিতি তাতে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে অধিকাংশ ম্যাচেই জয় পেতে হবে তাদের। অন্যদিকে, পয়েন্ট নষ্ট করতে হবে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে নর্থ ইস্ট ইউনাইটেড সহ জামশেদপুর এফসির মত ক্লাবগুলিকে।
এসবের মাঝেই আগামী বুধবার মানালো মার্কেজের এফসি গোয়ার মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। যেটি অনুষ্ঠিত হবে জওহরলাল নেহেরু ফতৌদা স্টেডিয়ামে। মূলত অ্যাওয়ে ম্যাচ থাকায় জয় পাওয়া যে খুব একটা সহজ হবে না তা খুব ভালো মতোই জানেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। তবুও এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। আসলে বহুদিন পর ছয় বিদেশি নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে ময়দানের এই প্রধান। হ্যাঁ ঠিকই শুনেছেন।
এই ম্যাচেই ফেরার সম্ভাবনা রয়েছে স্প্যানিশ তারকা সাউল ক্রেসপোর। যা নিয়ে খুশি ইস্টবেঙ্গলের হেড স্যার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাউল দলের সঙ্গে এখন পুরোদমে অনুশীলন করছেন। দীর্ঘ সাতটি ম্যাচের পর আমাদের সকল বিদেশি নিয়ে মাঠে নামার সুযোগ হয়েছে। এটি দলের জন্য যথেষ্ট ভালো দিক হতে চলেছে।
অর্থাৎ এই ম্যাচ নিয়ে সমর্থকরা যে আশা করতেই পারেন তার ইঙ্গিত দিলেন কুয়াদ্রাত। উল্লেখ্য, ওডিশার কাছে পরাজিত হওয়ার পর প্রত্যেক ম্যাচেই জয় পাওয়ার জন্য লড়াই করতে হবে মশাল ব্রিগেডকে। এক্ষেত্রে সাউল ক্রেসপো ফিরে আসলে তা দলের জন্য কতটা সুখকর হয় সেটাই দেখার।