Ranji Trophy: ৪৮তম বারের মতো রঞ্জি ফাইনালে মুম্বই

রঞ্জি ট্রফি (Ranji Trophy) ২০২৪-এর সেমিফাইনালে তামিলনাড়ুকে ইনিংস ও ৭০ রানে হারিয়েছে মুম্বই।  এই জয়ের ফলে ৪৮তম বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল মুম্বাই।…

Mumbai Reaches Ranji Trophy Final for the 48th Time

রঞ্জি ট্রফি (Ranji Trophy) ২০২৪-এর সেমিফাইনালে তামিলনাড়ুকে ইনিংস ও ৭০ রানে হারিয়েছে মুম্বই।  এই জয়ের ফলে ৪৮তম বারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল মুম্বাই। এর আগে মুম্বাই দল ৪৭ বার ফাইনালে উঠেছিল এবং ৪১ বার টুর্নামেন্টের জয় করেছিল। চলতি রঞ্জি ট্রফির সেমিফাইনালে আজিঙ্কা রাহানের নেতৃত্বে ৪৮তম বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে মুম্বাই দল। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন শার্দুল ঠাকুর। শার্দুল মুম্বাইয়ের হয়ে সেঞ্চুরি করার পাশাপাশি ম্যাচে ৪ উইকেটও নিয়েছেন।

মুম্বাই শেষবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৫-১৬ সালে। একটা সময় ছিল যখন মুম্বাইয়ের রাজত্ব অক্ষত ছিল। কিন্তু এই সময়ে গত এক দশকে দলটির গ্রাফ ছিল নীচের দিকে। গত ১০ বছরে দলটি চ্যাম্পিয়ন হয়েছে মাত্র একবার। এখন দেখার বিষয় আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দল এই ১০ বছরের অপেক্ষার অবসান ঘটাতে পারবে কি না।

সেমিফাইনালে মুম্বাইয়ে বোলাররা দারুণ কাজ করেছেন। একই সঙ্গে লোয়ার অর্ডার আরও একবার ব্যাটিংয়ে নিজেদের শক্তি প্রদর্শন করেছে। এছাড়া সরফরাজ খানের ভাই মুশির খানও খেলেছেন হাফ সেঞ্চুরি ইনিংস। ৫৫ রান করেন মুশির। এরপর ৯ নম্বরে নামা শার্দুল ঠাকুর ১০৯ ও ১০ নম্বর ব্যাটসম্যান তনুশ কোটিয়ান অপরাজিত ৮৯ রান করেন।

প্রথম ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে যায় তামিলনাড়ুর দল। মুশির খান, তনুশ কোটিয়ান ও শার্দুল ঠাকুর ২টি করে উইকেট নেন। এছাড়া তুষার দেশপান্ডে নেন ৩টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৭৮ রান তুলে ২৩২ রানের লিড নেয় মুম্বাই।

দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ুর ব্যাটসম্যানরা আবারও ব্যর্থ হন। ১৬২ রানে গুটিয়ে যায় দল। ফলে ইনিংস ও ৭০ রানে ম্যাচ জিতে নেয় মুম্বাই। দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের হয়ে ৪ উইকেট নিয়ে তারকা হয়ে ওঠেন শামস মুলানি। ২টি করে উইকেট নেন মোহিত অবস্থি, শার্দুল ঠাকুর ও তনুশ কোটিয়ান।