জিতেও স্বস্তি নেই। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অভিযোগ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF)। এআইএফএফ-এর নিয়ম ভঙ্গের অভিযোগে উঠেছে ক্লাবের বিরুদ্ধে।
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্যাচ থেকে সমস্যার সূত্রপাত। মাঠে ও মাঠের বাইরে আলোচনায় ছিল বাগান। জামশেদপুর এফসির বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পেয়ে খুশির মেজাজ ছিল সবুজ মেরুন ব্রিগেডে। তেমনই অস্বস্তি বাড়িয়েছিল গ্যালারির একটি ঘটনা। বিতর্কের কেন্দ্রে একটি টিফো।
আধুনিক ফুটবলের সঙ্গে টিফোর ওতপ্রোত সম্পর্ক। বড় পোষ্টারের মাধ্যমে ভাবনা ফুটিয়ে তোলার জন্য টিফো কাজে লাগানো হয়। কখনও নিজেদের প্রিয় ক্লাবের গৌরব তুলে ধরতে কিংবা কখনও প্রতিপক্ষ দলের ওপর প্রভাব বিস্তার করার জন্য টিফো, পোস্টার, ব্যানার ইত্যাদি সমর্থকরা ব্যবহার করে থাকেন। কিছু টিফো-পোস্টার চোখে পড়ার মতো হয়। যেমনটা ছিল মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফস ম্যাচের একটি টিফো।
গতকাল রাতে জামশেদপুর ম্যাচে টিফো নামার পর আমাদের সর্বস্তরের মোহনবাগান সমর্থক, এমনকি বাংলার স্পোর্টস মিডিয়ার থেকেও আমরা এই টিফোর জন্য ভূয়সী প্রশংসা পেয়েছি। কিন্তু লজ্জার জায়গা, আমাদের নিজেদের "কর্পোরেট ম্যানেজমেন্ট" এর কিছু এটিকেপন্থী কর্মচারী গতকাল রাত থেকে আমাদের শাসানো শুরু… pic.twitter.com/0b53VL2f3E
— Mariners' Base Camp – Ultras Mohun Bagan (@MbcOfficial) March 2, 2024
যে টিফোকে নিয়ে এতো বিতর্ক সেই টিফোটি ফুটবল প্রেমীদের নজর কেড়েছে। কেউ বলছেন ভালো, কেউ বলছেন মন্দ। ফেডারেশন বিষয়টা ভালো চোখে দেখছে না। টিফোটি এনেছিলেন মোহনবাগান ক্লাবের সমর্থকরা। সমর্থকদের কোনো আচরণ বিতর্কিত হলে তার দায় নিতে হয় ক্লাবকেই। এক্ষেত্রেও বাগানের বিরুদ্ধে অভিযোগ এনেছে ফেডারেশন। ফেডারেশনের ৬৭ নম্বর ধারা ভাঙার অভিযোগ।
🚨🏅Mohun Bagan has been filed a big case by AIFF
– MBSG has been charged for violation of Article 67 of AIFF Disciplinary code for unfurling of a tifo in B-2 stands
Thoughts? 🤔 pic.twitter.com/c9AWuuJkpd
— Mohun Bagan Hub (@MohunBaganHub) March 4, 2024