আন্তর্জাতিক বিরতির পর থেকে ভালো ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অভিজ্ঞ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের হাত ধরে ফের তরতরিয়ে এগিয়ে চলেছে পালতোলা নৌকা। সবুজ মেরুন ব্রিগেডের ভালো ফর্মের অন্যতম কারণ দিমি পেত্রাতস (Dimitri Petratos)। ধারাবাহিকভাবে ইতিবাচক অবদান রেখে চলেছেন তিনি।
পেত্রাতস অনেক আগেই মোহনবাগান সমর্থকদের পছন্দের পাত্র হয়ে উঠেছিলেন। এবার ‘স্টেইন গান’ সেলিব্রেশন করে আলোচনার মাত্রা দ্বিগুণ করে দিয়েছেন তিনি। ‘স্টেইন গান’ সেলিব্রেশন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সনি নর্ডির ট্রেড মার্ক সেলিব্রেশন। সনিকে উদ্দেশ্য করেই সেলিব্রেশন করেছিলেন পেত্রাতস। খবর পৌঁছেছে হাইতিয়ান তারকার কাছেও।
ইন্ডিয়ান সুপার লিগের সম্প্রতিতম ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে পরাজিত করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের ৭ মিনিটের মধ্যে গোল করে বাগানকে এগিয়ে দিয়েছিলেন দিমি পেত্রাতস। এরপরেই স্টেইন গান’ সেলিব্রেশন। দিমির এই সেলিব্রেশন মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
Memories bring you back! 🫂
The link up we never expected but happened!💚♥️
DIMI 🤝🏼 SONY#JoyMohunBagan #MarinersBaseCamp #UltrasMohunBagan #DimitriPetratos #SonyNorde pic.twitter.com/idnny5CDRM— Mariners' Base Camp – Ultras Mohun Bagan (@MbcOfficial) March 2, 2024
সোশ্যাল মিডিয়ায় পেত্রাতসকে কমেন্ট বিভাগে রিল্পাই করেছেন মোহনবাগানের ‘লেজেন্ড’ ফুটবলার সনি নর্ডি। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে নর্ডিকে ট্যাগ করে দিমি লিখেছিলেন, ‘ক্লাবের লেজেন্ড এবং সমর্থকদের প্রিয় সনি নর্ডির জন্য এই সেলিব্রশন’। এরপরেই সনির রিপ্লাই। সনি বলেছেন, ‘নিজের কাজ চালিয়ে যাও’।