দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে আইএসএল শুরু করেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে জয় না আসলেও খেলোয়াড়দের পারফরম্যান্স সহজেই মন জয় করেছিল সকল সমর্থকদের। তারপর দ্বিতীয় ম্যাচ থেকেই আইএসএলে পয়েন্ট সংগ্রহ করা শুরু করে কলকাতা ময়দানের এই প্রধান। নিজেদের অনবদ্য পারফরম্যান্স বজায় রেখেই টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে চলে আসে বহু প্রতীক্ষিত জয়। অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসিকে পরাজিত করে সাদা-কালো শিবির। যা নিঃসন্দেহে খুশি করেছিল সকল সমর্থকদের।
Also Read | ফুটবলারদের ফিটনেসের দিকে বাড়তি নজর দিচ্ছেন অস্কার
কিন্তু সেটা বেশিদিন বজায় থাকেনি। গত তিনটি ম্যাচে কার্যত ধরাশায়ী হতে হয়েছে সাদা-কালো ব্রিগেডকে। যারফলে নেমে আসতে হয় পয়েন্ট টেবিলের তলানিতে। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের বারো নম্বরে রয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা। আগামী ৯ই নভেম্বর অ্যাওয়ে ম্যাচে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নামবে আন্দ্রে চেরনিশভের ছেলেরা। এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অ্যালেক্সিস গোমেজদের। তবে এই ম্যাচটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন আইলিগ জয়ী এই কোচ। সেইমতো নিজেদের একাদশ সাজাতে চাইবেন তিনি।
Also Read | অনুশীলনে ফিরলেন বাগানের দুই তারকা, খেলবেন ওডিশা ম্যাচ?
তবে এক্ষেত্রে সাদা-কালো ব্রিগেডকে চিন্তায় রাখছে জোসেফ আদজেইয়ের চোট। এই চোটের জন্যই গত হায়দরাবাদ ম্যাচে মাঠে নামতে পারেননি ঘানার এই তারকা ফুটবলার। যার প্রভাব পড়েছিল দলের রক্ষণভাগে। আক্রমণ প্রতি আক্রমণে কার্যত চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল সাদা-কালোর ডিফেন্স। সেই সমস্ত কিছু মাথায় রেখেই শনিবারের ডার্বিতে তাঁকে মাঠে নামাতে মরিয়া ছিল মহামেডান। কিন্তু সেই চোট সারিয়ে জোসেফ ফের অনুশীলনে যোগদান করলেও ফের সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। যারফলে ডার্বি ম্যাচে মাঠে নামা নিয়ে এখনও রয়ে গিয়েছে ধোঁয়াশা।
Also Read | ডার্বি ঘিরে উত্তাল কলকাতা, কবে থেকে পাওয়া যাবে ইস্ট-মেডানের অফলাইন টিকিট?
অন্যদিকে, দলের পারফরম্যান্সের কথা মাথায় রেখে এখন থেকেই একাধিক দাপুটে ফুটবলারদের দিকে নজর রাখতে শুরু করেছে সাদা-কালো ম্যানেজমেন্ট। যাদের মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে ব্রুনো রেমিরেজের নাম। একটা সময় বেঙ্গালুরু এফসির জার্সিতে আইএসএল খেলে গিয়েছিলেন এই তারকা ফুটবলার। পর্তুগালের একটি ফুটবল ক্লাব থেকে তাঁকে দলে টেনেছিল আইএসএল জয়ী বেঙ্গালুরু। কিন্তু গত সিজনের শেষেই তাঁকে রিলিজ করে দেয় জারাগোজার দল।
পরবর্তীতে তিনি যোগদান করেন চিনের হাইতিন এফসিতে। বর্তমানে সেখানে ও ফুরিয়েছে চুক্তির মেয়াদ। শোনা যাচ্ছে, এবার তাঁকে দলে টানতে চাইছে ময়দানের এই তৃতীয় প্রধান। সেইমতো প্রাথমিক কথাবার্তা শুরু করা হয়েছে তাঁদের তরফে। যদিও এখনও চূড়ান্ত নয় বিষয়টি।